করোনায় বেশি উপসর্গ হতে পারে এমন ব্যক্তিদের করোনা টিকার তৃতীয় বুস্টার ডোজ দেওয়া হবে। সোমবার এমনটাই ঘোষণা করেছে জার্মানি। তবে জার্মানিই প্রথম নয়। জনগণের জন্য তৃতীয় ডোজ ঘোষণা করা দেশের তালিকায় জার্মানি নবম। ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের জেরেই এই সিদ্ধান্ত।
ইজরায়েলে ইতিমধ্যেই ৬০ বছর বা তার বেশি বয়সিদের বুস্টার দেওয়া শুরু করেছে। সেপ্টেম্বর থেকে জার্মানি এবং ব্রিটেনও থার্ড ডোজ শুরু করবে। Pfizer বা Moderna-র বুস্টার ডোজ দেবে জার্মানি। কিন্তু বিশ্বজুড়ে যেখানে বহু মানুষ প্রথম ডোজই পাননি এখনও, সেখানে তিনটি করে ডোজ দেওয়া নিয়ে সমালোচনাও করছেন অনেকে।
বিশ্বব্যাপী এখনও পর্যন্ত ৪.৫ বিলিয়ন ডোজ করোনা টিকা বণ্টন করা হয়েছে। এর একটা ছোটো অংশই এখনও পর্যন্ত নিম্ন-আয়ের দেশগুলিতে গিয়েছে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। সেখানে মোট জনসংখ্যার ৬০%-এর জন্য যথেষ্ট পরিমাণে টিকা পৌঁছেছে বা রয়েছে। এদিকে চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। সেখানে মোট জনসংখ্যার মাত্র ২৬%-কে দেওয়ার মতো টিকা পৌঁছেছে। (সূত্র: UNICEF)
ইউনিসেফ ড্যাশবোর্ডের আপডেট অনুযায়ী, প্রায় ৩% মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা গিয়েছে। সাব-সাহারান আফ্রিকায় ১.২% গিয়েছে।