হাসপাতালে করোনা টিকা নিয়ে রাজনীতি করছে রাজ্য সরকার। এমনই অভিযোগ করলেন বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া। তাঁর অভিযোগ, গত সাত দিন ধরে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে করোনা টিকা দেওয়া হচ্ছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন। অথচ একটি রাজনৈতিক দলের নির্দেশে বনগাঁয় পাঁচটি সেন্টারে প্রতিদিনি টিকাকরণের কাজ চলছে। বনগাঁর পাঁচটা অঞ্চলে যে প্রতিদিন টিকা দেওয়ার কাজ চলছে তা স্বীকার করেছেন বনগাঁ পৌরসভার স্বাস্থ্য দফতরের অধিকর্তা দিলীপ মজুমদার।
জেলা জুড়ে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১৭ হাজার ৮৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২১ জন। সংক্রমণের নিরিখে এদিন আবার কলকাতাকে পিছনে ফেলে উত্তর ২৪ পরগনা এগিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। অক্সিজেনের জোগান কম। ভ্যাকসিনও মিলছে না। প্রথম ডোজ যাঁরা পেয়েছেন তারা হাঁ করে বসে রয়েছেন দ্বিতীয় ডোজের জন্য। কিন্তু বিজেপি বিধায়কের দাবি, কোভিড ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের বিরুদ্ধে চাহিদার তুলনায় একদমই সামান্য সংখ্যক ভ্যাকসিন পাঠানোর অভিযোগ বারবারই তুলছে রাজ্য সরকার। তিনি বলেছেন, ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। এটা যেমন ঠিক, তেমনই স্টকে ভ্যাকসিন নেই, রাজ্য সরকার কি এটা বলতে পেরেছে এখনও, যে আরও ভ্যাকসিন চাই? কিন্তু স্টকে কি নেই? তাহলে লাইনে দাঁড়িয়ে পাচ্ছে না কেন? অশোকবাবু বলেন, বনগাঁ হাসপাতাল সুপারের কাছে ঘটনার কথা জানতে চাইলে তিনি তার উত্তরে বলেন, বনগাঁ হাসপাতাল থেকে যে টিকা দেওয়া হচ্ছে সেটি কেন্দ্রীয় সরকারের দেওয়া। আর পৌরসভা অঞ্চলে যে টিকা দেওয়া হচ্ছে সেটি রাজ্য সরকারের কেনা টিকা। সুপারের এই কথায় রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে। কেউ কেউ মন্তব্য করছেন, বনগাঁ মহকুমার চারটি বিধানসভায় তৃণমূলের হার। সে কারণেও হয়তো টিকা দিচ্ছে না সরকার। তাহলে কী সত্যি রাজ্য সরকার করোনা টিকা নিয়ে রাজনীতি করছে?
হাসপাতালে টিকা দিতে আসা এক ব্যক্তি বলেন, গত ছয় দিন ধরে হাসপাতালে ঘুরছি, টিকা নেই পোস্টার ঝুলিয়ে রেখেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক ভাবে বলছেও না কবে টিকা আসবে। ঘটনার কথা জানিয়ে বনগাঁ হাসপাতালের সুপার শঙ্কর কুমার মাহাতর কাছে জানতে চাইলে তিনি জানান কেন ভ্যাক্সিন আসছে না সে কথা আমার জানা নেই।