রাজ্যজুড়ে থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ইতিমধ্যেই রাজস্থানে একশো জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস বা উকোরমাইকোসিসের সংক্রমণ ধরা পড়েছে। পরিস্থিতির যাতে আর অবনতি না হয়, তার জন্য বুধবার ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারী হিসেবে ঘোষণা করেছে রাজস্থান সরকার। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা জানিয়েছেন, ‘ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে বিশেষ ওয়ার্ড তৈরি হয়েছে। তাছাড়া চিকিৎসার জন্য দ্রুত ২,৫০০ ডোজ প্রতিষেধক ক্রয় করা হচ্ছে।’ মূলত যারা করোনাভাইরাসের সঙ্গে জীবনমরণের লড়াই চালিয়ে সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের শরীরে থাবা বসাচ্ছে এই নয়া ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মধুমেহ সহ নানা জটিল রোগে যাঁরা ভুগছেন, তাঁদের শরীরেই থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এখনও পর্যন্ত রাজ্যে একশো জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। যদিও ছোঁয়াচে রোগ না হওয়া সত্বেও কোনও ঝুঁকি না নিয়ে নয়া সংক্রমণকে ‘মহামারী’ হিসেবে ঘোষণা করা হয়েছে রাজস্থান সরকারের পক্ষ থেকে। শুধু রাজস্থানেই নয়, মধ্যপ্রদেশ, দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
2021-05-20