দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫৩, একদিনে ২৯৩ জন করোনা রোগীর মৃত্যু

দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমল আজ৷ স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩৫৮ জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন৷ এর আগের দিন দেশে করোমা সংক্রমিত হয়েছিলেন ৬ হাজার ৫৩১ জন৷ এর জেরে দেশের মোট করোনা কেসের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১৷ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বে়ড়ে দাঁড়িয়েছে ৬৫৩৷ এর আগের দিন সংখ্যাটা ছিল ৫৭৮৷

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৯৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে দেশে৷ এর জেরে দেশে এখনও পর্যন্ত মোট ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জন মারা গিয়েছেন৷ দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫০ জন৷ সুস্থ হয়েছেন ১৮৬ ওমিক্রন আক্রান্তও। দেশে মোট ১৪২ কোটি ৪৭ লক্ষ সংখ্যক কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে৷ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে সোমবারই ওমিক্রন নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ বছর শেষের উৎসবের মরশুমে ভিড় কমাতে প্রয়োজনে স্থানীয়স্তরে বিধিনিষেধ আরোপ করার কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা সব রাজ্যকে চিঠি দিয়ে লিখেছেন, ওমিক্রনের সংক্রমণ ডেল্টার থেকে তিনগুণ বেশি৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কড়াকড়ির পাশাপাশি তিনি কোভিড টেস্টের সংখ্যা বৃদ্ধি, টিকাকরণের উপরও জোর দিতে বলেছেন৷ তাই স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নিয়ম মেনে চলার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.