করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যেই দেখা যাচ্ছে অনীহা। কেউ কেউ কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন! তাই ভয় কাটাতে ও আত্মবিশ্বাস বাড়াতে করোনাভাইরাসের টিকা নিলেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সি বিজয়াভাস্কর। শুক্রবার সকালে চেন্নাইয়ে ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী।
প্রথম পর্যায়ে ভারতে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা অর্থাৎ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। তাহলে সি বিজয়াভাস্কর তো একজন মন্ত্রী তিনি কেন প্রথম পর্যায়ে টিকা নিলেন, উত্তরে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘একজন চিকিৎসক ও আইএমএ-র সদস্য হওয়ার কারণে আমি টিকা নিলাম। স্বাস্থ্যকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমি টিকা নিলাম। প্রত্যেকের কাছে অনুরোধ করছি টিকা নিন এবং কোভিড-১৯ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।’ উল্লেখ্য, গত শনিবার থেকে ভারতে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই ভারতে ১০ লক্ষ ৪৩ হাজার ৫৩৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।
2021-01-22