করোনা ভাইরাস-আতঙ্কের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে দাপট দেখাচ্ছে সোয়াইন ফ্লু!!
উদাসীন রাজ্যের স্বাস্থ্য দফতর। নেই হেলদোল।
মুর্শিদাবাদের দুই বাসিন্দার পর এবার এক শিশু ও অন্ত্বসত্তা-সহ সোয়াইন ফ্লু আক্রান্ত একই পরিবারের ৬ সদস্য।
তাঁরা কলকাতার মেটিয়াবুরুজের বাসিন্দা।
আক্রান্ত বেলভিউ ক্লিনিকে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর,
বাকিদের শারীরিক অবস্থার অবনতি না হলেও, প্রসূতি শারীরিক অবস্থা ভাল নয়।
তিনি আইসিইউতে ভর্তি।
পরজীবী বিশেষজ্ঞ অমিতাভ নন্দী জানান,
তিন জন প্রথমে ভর্তি হন। সর্দি, জ্বর নিয়ে এসেছিলেন। পরীক্ষায় সোয়াইন ফ্লু ধরা পরে। এরপর পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করা হয়। ফের তিনজনের সোয়াইন ফ্লু চিহ্নিত হয়। বর্তমানে আবহাওয়া পরিবর্তনের সময়ই সোয়াইন ফ্লু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সোয়াইন-ফ্লু প্রতিরোধের নিয়ম করোনা ভাইরাসের মতোই।
চিকিৎসকেরা বলছেন, সোয়াইন ফ্লুর প্রাথমিক লক্ষণগুলোকে অবজ্ঞা করলে পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।
পরজীবী বিশেষজ্ঞ অমিতাভ নন্দী এর প্রতিরোধের উপায় বলেছেন। নভেল করোনার মতো এক্ষেত্রে ও
হাত ধোয়া, আক্রান্তের কাছে না যাওয়া। তাঁর মতে আশার কথা, এ রোগের ওষুধ আছে। আক্রান্ত হওয়ার দু’দিনের মধ্যে ওষুধ দেওয়া গেলে খুব ভাল ফল পাওয়া যায়।
তবে, বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ নভেল করোনার মতো সংক্রামক । সোয়াইন ফ্লু চিকিৎসার ওষুধ থাকলেও স্বাস্থ্য দফতরের পক্ষে নূন্যতম কোনও প্রচার নেই। এতে বিপদ বাড়ছে।
সোয়াইন-ফ্লু আক্রান্ত সৌদি ফেরত মুর্শিদাবাদের দুই বাসিন্দা বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবার সোয়াইন-ফ্লু আক্রান্ত হলেন একই পরিবারের ছয় সদস্য।