ZyCoV-D, তিনটি ডোজের কোভিড-১৯ ভ্যাকসিন। গত ১লা জুলাই আমেদাবাদের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপৎকালীন পরিস্থিতিতে তাদের ভ্যাকসিনের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আবেদন করেছিল। দেশের Drug regulator’s subject expert committee Zydus Cadilaর এই ভ্যাকসিনটিকে স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করে। সংবাদ সংস্থার রিপোর্টে এমনটাই জানা গিয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
সূত্রের খবর এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা নানাধরণের জেনেরিক ওষুধ তৈরি করে। দেশজুড়ে প্রায় ২৮ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে তাদের তৈরি ভ্যাকসিন পরীক্ষা করে দেখেছে। তাতে যথেষ্ট ভালো ফল পেয়েছে তারা । এরপরই ক্যাডিলা হেল্থ কেয়ার লিমিটেড নামে ওই সংস্থা তাদের ZyCoV-D ভ্যাকসিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করে। এদিকে কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক- V, আর আমেরিকায় তৈরি Modernaর পর এটাই পঞ্চম ভ্যাকসিন যেটিকে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ভারত। পাশাপাশি এটি বিশ্বের প্রথম কোনও ডিএনএ ভ্যাকসিন যেটি কোনও দেশের ছাড়পত্র পেল।
সূত্রের খবর দেশজুড়ে প্রায় ৫০টি সেন্টারে এই কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল করা হয়। তবে এটাই প্রথম কোনও কোভিড ভ্যাকসিন যেটি বয়সন্ধিকালের কিশোর ১২-১৮ বছর বয়সীদের মধ্যে পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা যাচ্ছে এটি অত্যন্ত নিরাপদ ও ব্যাথামুক্ত ভ্যাকসিন। এমনটাই দাবি সংস্থার।
এবার দেখা যাক এই ZyCoV-D ভ্যাকসিনটা আসলে কী? বিশেষজ্ঞরা বলছেন এটি ডিএনএ ভ্যাকসিন। এটি SARS-CoV-2 এর Spike protein তৈরি করবে। শরীরের ভেতর কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে। পাশাপাশি এটি শরীরে প্রয়োগ করার জন্য ইঞ্জেকশনের কোনও সূচ লাগবে না। এর জেরে সাইড এফেক্টেরও সম্ভাবনা নেই। এমনটাই দাবি Zydus কোম্পানির।