প্রথম দিন রাজ্য জুড়ে ২০৭ টি কেন্দ্রে করোনা টিকাকরণ চলে৷ সেদিন ৭৫.৯ শতাংশ মানুষ টিকা নিয়েছেন৷ আজ দ্বিতীয় দিনে (Second set of covid vaccination in Bengal)সেটা ১০০ শতাংশ পুরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর৷
আজ সোমবার চলছে প্রথম দফার দ্বিতীয় দিনের টিকাকরণ৷ রাজ্য জুড়ে ২০৭ টি কেন্দ্রে শুরু হয়েছে করোনা টিকাকরণ কর্মসূচি (Covid19 vaccination run in Bengal)৷ এর মধ্যে কলকাতায় রয়েছে ১৯ টি কেন্দ্র৷ প্রতিটি কেন্দ্র থেকে তালিকা অনুযায়ী ১০০ জন ভ্যাকসিন পাবে৷ এই তালিকায় রয়েছেন ডাক্তার,নার্স,হাউসকিপিং এবং প্রথম সারির যোদ্ধারা৷
প্রথম দিন শনিবার রাজ্যে ১৫ হাজার ৮৮৩ জন করোনা টিকা পেয়েছেন৷ এদের মধ্যে কলকাতার ১,১৩৭ জন টিকা পেয়েছেন বলে সূত্রের খবর৷ দেশজুড়ে ৩ হাজার ৬টি কেন্দ্রে ছিল ভ্যাকসিনেশন কেন্দ্র৷ শনিবার সারা দেশে ভ্যাকসিন পেয়েছিলেন ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪ জন৷ একটি শিশি থেকে মোট ১০ জনকে ভ্যাকসিন দেওয়া য়ায়৷
সরকারি হাসপাতালের পাশাপাশি কয়েকটি বেসরকারি হাসপাতালে ছিল টিকাকরণ কেন্দ্র৷ এছাড়া কলকাতা পুরসভার কয়েকটি ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র থেকেও ভ্যাকসিন দেওয়া হয়৷ ভ্যাকসিন নেওয়ার আগে যে কোনও একটি পরিচয়পত্র দেখাতে হয়েছে টিকা প্রাপককে৷
কলকাতার টিকাকরণ কেন্দ্রগুলো ছিল-এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল, চিত্তরঞ্জন সেবাসদন, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ডঃ বিসি রায় পিজি ইনস্টিটিউশন, বেলেঘাটা আইডি, এমআর বাঙ্গুর হাসপাতাল৷ সরকারি হাসপাতালের পাশাপাশি পুরসভার ১১, ৩১, ৫৭, ৮২ ও ১১১ নম্বর ওয়ার্ডের পুর স্বাস্থ্যকেন্দ্রেও টিকাকরণ কেন্দ্র ছিল৷ এছাড়া মুকুন্দপুর আরএন টেগোরসহ কয়েকটি বেসরকারি হাসপাতালে ছিল ভ্যাকসিনেশন কেন্দ্র৷
টিকাকরণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ‘কোউইন’ অ্যাপটি। প্রতিষেধক নেওয়ার আগে তাতে নাম এবং পরিচয় নথিভুক্ত করতে হবে প্রাপকদের। প্রতিষেধক নেওয়ার পর কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি-না, তাও এই অ্যাপে নথিভূক্ত করা যাবে। কত ডিগ্রি তাপমাত্রায় এই ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে সেই সংক্রান্ত যাবতীয় তথ্যও মিলবে কোউইন-এ।তবে প্রথম দিন কোউইন অ্যাপের সার্ভার সমস্যা থাকার কারণে নথিভুক্ত সকলের একটা বড় অংশের কাছে এসএমএস যায়নি বলে অভিযোগ৷
আজকের পর আগামীকাল মঙ্গল, শুক্র, শনিবার দেওয়া হবে টিকা৷ অর্থাৎ এই সপ্তাহে ৪দিন হবে টিকাকরণ৷