করোনা ভাইরাসের (Karona Virus) আতঙ্কে জেরে সোমবার থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার নবান্নের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। এই অবস্থায় সব দেশকে অ্যাডভাইজরি পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতেও সব রাজ্যকে অ্যাডভাইজরি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই অ্যাডভাইজরি দেখেই এই মুহূর্তে সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ফলস্বরূপ আগামী ১৬ মার্চ অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। আপাতত ৩১ মার্চ পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, হু-য়ের নির্দেশিকা প্রত্যেকটি স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখনই বোঝা গিয়েছিল সে রাজ্যের শিক্ষাক্ষেত্রে করোনার দাপটে বেশ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এদিন সকালেই নবান্ন থেকে শিক্ষাক্ষেত্র বন্ধ রাখা বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হল।