দেশে করোনায় সুস্থতার হার অনেকটাই বেশি, জানালেন প্রধানমন্ত্রী

অন্যান্য দেশের তুলনায় ভারতের সুস্থতার হার অনেকটাই বেশি।রবিবার ‘মন কি বাত’ (Maan ki Baat) অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, “গত কয়েক মাসে আপনারা যেভাবে লড়াই করেছেন তাতে অনেক আশঙ্কাই ভুল প্রমাণ করেছে। আমাদের দেশে সুস্থতার হার অনেক দেশের তুলনায় বেশি। আর মৃত্যুর হার অন্য দেশের তুলনায় অনেক কম। তবে আমাদের মনে রাখতে হবে করোনা এখনও কিন্তু এখনও আগের মতই মারাত্মক। তাই এখনও সমস্ত রকম সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। দুই গজ দূরত্ব, মাস্ক পড়া ও হাত ধরার মতো পদক্ষেপ নেওয়া উচিত। একদিকে আমাদের সতর্কতার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। অন্যদিকে আমাদের ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “অনেকেই মাঝে মাঝে মাস্ক খুলে অন্যের সঙ্গে কথা বলছেন। যখন মনে হবে মাস্ক পরতে ভাল লাগছে না এবং এবার খুলে ফেলা যাক, তখন একবার এক মুহূর্তের জন্য কোভিড-১৯ (Covid-19) মোকাবিলা করা চিকিৎসক, নার্স, করোনা যোদ্ধাদের কথা ভাবুন।” তিনি আরও বলেন, আমাদের করোনার বিরুদ্ধে পুরোপুরি সতর্কতা এবং সচেতনতায় লড়াই জারি রাখতে হবে, আবার অন্যদিকে কঠোর পরিশ্রমে ব্যবসা, চাকরি, পড়াশুনো, যে কাজই আমরা করি না কেন, তাতে গতি আনতে হবে। একেও নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। বন্ধুগণ, করোনা পরিস্থিতিতে আমাদের গ্রামীণ এলাকা তো গোটা দেশকে দিশা দেখিয়েছে। গ্রাম থেকে স্থানীয় বাসিন্দা, গ্রাম পঞ্চায়েতের অনেক ভালো ভালো কাজের নজির আমাদের সামনে ক্রমাগত উঠে আসছে।”

রবিবার সকাল প্রকাশ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮,৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭০৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৬,১৪৫ জন। এদিন সকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩,৮৫,৫২২। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৩২,০৬৩ জনের। আর সংক্রমণ সারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮,৮৫,৫৭৭ জন। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৬৭,৮৮২। সর্বশেষ পরিসংখ্যানে সুস্থতার হার ৬৩.৯২ শতাংশ আর মৃত্যুর হার ২.৩১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.