অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি হাসপাতালে প্রাণ হারালেন ১১ জন রোগী। প্রত্যেকেই কোভিডে আক্রান্ত ছিলেন। তিরুপতির এসভিআর রুইয়া সরকারি হাসপাতালের ঘটনা। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন রেড্ডি। চিত্তোরের জেলাশাসক হরিনারায়ণ জানিয়েছেন, সোমবার রাতে অক্সিজেন সরবরাহে বিপত্তির কারণে তিরুপতির এসভিআর রুইয়া সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১১ জন রোগীর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের জন্যই অক্সিজেন সরবরাহে ত্রুটি দেখা দিয়েছিল। এই অল্প সময়ের মধ্যেই ঘটে গিয়েছে বিয়োগান্তক ঘটনা। যদিও, মৃত রোগীর পরিজনরা দাবি করেছেন, প্রায় ২৫ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। জেলাশাসক হরিনারায়ণ জানিয়েছেন, সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে ভেন্টিলেটর সাপোর্টে থাকা কয়েকজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ৫ মিনিটের ব্যবধানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অক্সিজেন ট্যাঙ্কার আসার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ভয়ের কোনও কারণ নেই, বাকিরা সকলেই সুরক্ষিত আছেন।”
2021-05-11