দেশে ওমিক্রনের আগমন হয়েছে। কর্ণাটকে ইতিমধ্যেই দুই জন করোনা রোগীর শরীরে মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই আবহে এবার দিল্লিতেও ওমিক্রন আতঙ্ক। গত তিনদিনে বিদেশ থেকে আগত মোট ১২ জন করোনা আক্রান্ত দিল্লির লোক নায়ক হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাঁরা সকলেই কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কি না তা জানতে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে৷ সেই টেস্টের রিপোর্ট এলেই জানা যাবে তাঁদের শরীরে ওমিক্রন স্ট্রেন রয়েছে কি না৷
লোক নায়ক হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত আটজন হাসপাতালে ভর্তি হন৷ এরপর গতকাল আরও ৪ জন করোনা রোগীকে ভর্তি করা হয়৷ তাঁদের মধ্যে চারজন ব্রিটেন, চারজন ফ্রান্স এবং কয়েকজন তানজানিয়া ও একজন বেলজিয়াম থেকে এসেছেন৷ সকলেই সুস্থ রয়েছেন৷ শুধুমাত্র একজনের মৃদু জ্বর রয়েছে৷ তাঁদের শরীরে করোনার নতুন ভ্যরিয়েন্ট রয়েছে কি না তা আগামী পাঁচ ছয়দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, বিশ্বের ৩০টি দেশে এখনও পর্যন্ত প্রায় ৪০০ জন মানুষের শরীরে ওমিক্রনে হদিশ মিলেছে৷ এখনও পর্যন্ত ডেল্টাকে করোনার সবথেকে ভয়ঙ্কর রূপ বলে চিহ্নিত করা হলেও, ওমিক্রন তার চেয়েও বেশি সংক্রামক বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে ওমিক্রনে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত কেউ মারা গিয়েছে বলে খবর মেলেনি৷ কিন্তু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয় বলে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ বিশ্বের তাবড় বিজ্ঞানীরা৷ করোনার অন্য রূপের তুলনায় ওমিক্রনের চারিত্রিক বৈশিষ্ট্যও অনেকটাই আলাদা, তাই সেটিকে সম্পূর্ণ ভাবে বুঝতে আরও সময় লাগছে বিজ্ঞানীদের৷