করোনা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা কেউ দিতে পারছেন না। কোনও দিন বলা হচ্ছে, করোনা এবার শেষে পথে। করোনা Endemic পর্যায়ে ঢুকে গিয়েছে। আবার তার ক’দিন পরেই বলা হচ্ছে, বিষয়টি একেবারেই তা নয়। মারাত্মক হারে সংক্রমণ বাড়াচ্ছে করোনা।
এই উত্থানপতন প্রতি দিনের ঘটনা। হালে এমনই হয়েছে জার্মানিতে। কয়েক দিন আগেই জার্মানির কয়েক জন বিশেষজ্ঞ জানিয়েছিলেন, সে দেশে আর করোনার আতঙ্ক নেই। এবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সময় এসে গিয়েছে। করোনার কারণে আর জীবনের স্বাভাবিক ছন্দকে আটকে রাখার কোনও মানে হয় না।
এটা এক মাসের আগে ছবি। কিন্তু মাস যেতে না যেতেই বদলে গেল ছবি। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন, সে দেশে আবার মারাত্মক আকার নিতে চলেছে করোনা। হু হু করে বাড়ছে সংক্রমণের হার। ফলে জার্মানিতে আর করোনা নেই, এমন ধরে নেওয়ার কোনও কারণ নেই।
কিন্তু কেন এই সংক্রমণ বাড়ছে?
তারও ব্যখ্যা দেওয়া হয়েছে। অনেকেই জানিয়েছেন, এর পিছনে রয়েছে নতুন ওমিক্রনের প্রভাব। ওমিক্রন BA.2 তীব্র গতিতে সংক্রমণ ছড়াচ্ছে জার্মানিতে। আর তাতেই বেড়ে গিয়েছে হাসপাতালে ভর্তি করানো রোগীর সংখ্যা।
যদিও ওমিক্রনের চেয়ে নতুন ওমিক্রন অনেক বেশি সমস্যার সৃষ্টি করতে পারে বলে আগেই সাবধান করেছিলেন বিজ্ঞানী এবং চিকিৎসকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর তরফেও বলা হয়েছিল, ওমিক্রন BA.2 মারাত্মক আকার নিতে পারে। কারণ এটির সংক্রমণের মাত্রা আগের ওমিক্রনের চেয়ে বেশি হতে পারে। পাশাপাশি আগের ওমিক্রনের মতো এটি মানুষের গলায় সংক্রমণ না ঘটিয়ে আবার ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে। তাতেই বদলে যেতে পারে পরিস্থিতি।
জার্মানিতেও পরিস্থিতি সে দিকেই এগোচ্ছে। তীব্র পরিমাণে সংক্রমণ ঘটাচ্ছে ওমিক্রন BA.2। এর থেকে কবে মুক্তি পাওয়া যাবে, তা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে যে কোনও বিশেষজ্ঞই যাই বলুন না কেন, তার উপর দীর্ঘ দিন ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ।
ভারতের আর চতুর্থ ঢেউ নাও আসতে পারে। এমনই মনে করছেন অনেকে। তাহলে কী হতে চলেছে করোনার ভবিষ্যত।
গত ম্যাচে অপরাজিত ১৭৫ রান করার পাশাপাশি নয় উইকেটও নিয়েছিলেন জাদেজা।
এটা এক মাসের আগে ছবি। কিন্তু মাস যেতে না যেতেই বদলে গেল ছবি। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন, সে দেশে আবার মারাত্মক আকার নিতে চলেছে করোনা। হু হু করে বাড়ছে সংক্রমণের হার। ফলে জার্মানিতে আর করোনা নেই, এমন ধরে নেওয়ার কোনও কারণ নেই।
কিন্তু কেন এই সংক্রমণ বাড়ছে?
তারও ব্যখ্যা দেওয়া হয়েছে। অনেকেই জানিয়েছেন, এর পিছনে রয়েছে নতুন ওমিক্রনের প্রভাব। ওমিক্রন BA.2 তীব্র গতিতে সংক্রমণ ছড়াচ্ছে জার্মানিতে। আর তাতেই বেড়ে গিয়েছে হাসপাতালে ভর্তি করানো রোগীর সংখ্যা।
যদিও ওমিক্রনের চেয়ে নতুন ওমিক্রন অনেক বেশি সমস্যার সৃষ্টি করতে পারে বলে আগেই সাবধান করেছিলেন বিজ্ঞানী এবং চিকিৎসকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর তরফেও বলা হয়েছিল, ওমিক্রন BA.2 মারাত্মক আকার নিতে পারে। কারণ এটির সংক্রমণের মাত্রা আগের ওমিক্রনের চেয়ে বেশি হতে পারে। পাশাপাশি আগের ওমিক্রনের মতো এটি মানুষের গলায় সংক্রমণ না ঘটিয়ে আবার ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে। তাতেই বদলে যেতে পারে পরিস্থিতি।
জার্মানিতেও পরিস্থিতি সে দিকেই এগোচ্ছে। তীব্র পরিমাণে সংক্রমণ ঘটাচ্ছে ওমিক্রন BA.2। এর থেকে কবে মুক্তি পাওয়া যাবে, তা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে যে কোনও বিশেষজ্ঞই যাই বলুন না কেন, তার উপর দীর্ঘ দিন ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ।