এবার থেকে অন্তঃসত্ত্বা মহিলারাও করোনার টিকা নিতে পারবেন। অবশেষে অন্তঃসত্ত্বা মহিলদের টিকা নেওয়ার ছাড়পত্র দিল কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এবার থেকে অন্তঃসত্ত্বা মহিলারা কোউইন অ্যাপে গিয়ে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।
ads
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে অন্তঃসত্ত্বা মহিলাদের টিকাকরণের যাবতীয় তথ্য সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে পাঠানো হয়েছে। যেভাবে ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের করোনার টিকাকরণ হচ্ছে, সেভাবে অন্তঃসত্ত্বা মহিলাদের টিকাকরণ হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, অধিকাংশ অন্তঃসত্ত্বা মহিলা করোনায় আক্রান্ত হলে উপসর্গহীন বা মাঝারি উপসর্গ যুক্ত হন। কিন্তু তাঁদের দ্রুত স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে থাকে। অনেক ক্ষেত্রে ভ্রূণকেও প্রভাবিত করতে পারে। তাই টিকা নেওয়ার পাশাপাশি সতর্কতা বজায় রাখা অন্তত প্রয়োজন। তাই অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে আইসিএমআরের প্রধান বলরাম ভার্গব বলেন, এবার থেকে অন্তঃসত্ত্বা মহিলারাও করোনার টিকা নিতে পারবেন। আইসিএমআরের প্রেগকোভিড রেজিস্ট্রি থেকে আমরা জানিয়েছি যে অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে টিকাকরণ কার্যকরী এবং তা দেওয়া উচিত। তিনি মন্তব্য করেন, অন্তঃসত্ত্বা মহিলা ও সদ্য মা হওয়া মহিলাদের জন্য চারটি করোনার টিকা সুরক্ষিত। সেগুলো ছাড়পত্র দেওয়া হয়েছে।