Next Covid variant: ওমিক্রনের পরে দু’রকম করোনা ভ্যারিয়েন্ট আসতে পারে, কেন সাবধান করছেন বিজ্ঞানীরা

ওমিক্রনেই শেষ নয়। এর পরে করোনার আরও নানা রকম রূপ আসবে। ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। কেমন হতে পারে সেই রূপ? সে সম্পর্কেও এবার ধারণা দিচ্ছেন তাঁরা।

ইতিমধ্যেই করোনার নতুন রূপ ওমিক্রন নিজের গঠন বদলে ওমিক্রন BA.2-র চেহারা নিয়েছে। অনেকেই বলছিলেন, এই নতুন ওমিক্রন ভয়ঙ্কর চেহারা নিতে পারে। কিন্তু বিষয়টি তা নাও হতে পারে। ওমিক্রন এবং ওমিক্রন BA.2 বাদ দিয়ে একেবারে নতুন কোনও রূপ নিতে পারে করোনা। তেমনই বলছে হালের গবেষণা।ট্রেন্ডিং স্টোরিজ

সম্প্রতি আমেরিকার  Fred Hutchinson Cancer Research Center-এর বিজ্ঞানী জেসি ব্লুম তাঁর গবেষণাপত্রে আলোকপাত করেছেন করোনার পরের রূপটি নিয়ে। তাঁর মতে, দু’রকম করোনার রূপ আসতে পারে আগামী দিনে। দু’টি আশঙ্কার কথা হবলেছেন তিনি:

  • ওমিক্রন নিজের রূপ সম্পূর্ণ বদলে নতুন চেহারা নেবে। ওমিক্রন BA.1 এবং ওমিক্রন BA.2 থেকে সম্পূর্ণ আলাদা একটি রূপ তৈরি করে নেবে ওমিক্রন। সেটিই বিরাট আকার নেবে।
  • ওমিক্রন আস্তে আস্তে পিছনে চলে যাবে। বদলে সামনে চলে আসবে করোনার নতুন কোনও রূপ।

প্রায় একই মত University College London-এর গবেষক লুসি থ্রোনেরও। 

কিন্তু এর চেয়েও বড় প্রশ্নটি হল:

পরের রূপটি কতটা ভয়ঙ্কর হতে পারে?

University of Hong Kong-এ গবেষখ মাইকেল চানের মতে, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, পরের ভ্যারিয়েন্টটি খুব দুর্বল কিছু হতে চলেছে। এমন হতেই পারে পরের রূপটি নাক এবং গলায় অন্যভাবে সংক্রমণ ঘটালো, শরীরের কোষের অন্যভাবে ক্ষতি করল।

কত দূর ছড়িয়েছে করোনা?

ইতিমধ্যেই উঠে এসেছে আরও একটি প্রশ্ন। করোনা কি মানুষ ছাড়িয়ে অন্য প্রাণীদের মধ্যেও ছড়িয়েছে? এরও কিছু প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। হরিণ ও অন্যান্য কিছু প্রাণীর মধ্যে এই ভাইরাস সংক্রমণের লক্ষণ পাওয়া গিয়েছে। সেই বিষয়েও সাবধান করছেন বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.