রাজ্যের বেসরকারি হাসপাতাল ও প্যাথ ল্যাবগুলিতে পরীক্ষানিরীক্ষার খরচ বেঁধে দিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশন। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোাধ্যায়। তাতে স্পষ্ট বলা হয়েছে চেস্ট এক্সরে, ইউএসজি, এইচআরটিসি-র মতো ১৫টি পরীক্ষায় সর্বোচ্চ কত টাকা নেওয়া যাবে।
অসীমবাবু স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান হওয়ার পর এই ধরনের একাধিক পদক্ষেপ করেছেন। ফের এদিন এই বিজ্ঞপ্তি জারি করে বেসরকারি চিকিত্সার খরচে লাগাম টানতে চাইলেন তিনি।
কোভিড পর্বের সুযোগ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও প্যাথ ল্যাবগুলির বিরুদ্ধে মুড়িমুড়কির মতো টাকা নেওয়ার অভিযোগ উঠছিল। সেই অভিযোগ কমিশনের কানেও গিয়েছিল। তারপরই একটি বিশেষজ্ঞ কমিটি গড়েন অসীম বন্দ্যোপাধ্যায়। কার্যত সেই কমিটির রিপোর্টই তিনি এদিন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৫০টির বেশি বেড রয়েছে এমন বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য। আবার এও বলে দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তির রেট চার্ট দেখার পর দুম করে কোনও প্রতিষ্ঠান দাম বাড়িয়ে দিতে পারবে না। অর্থাত্ ধরা যাক ১৫০টির বেশি বেড রয়েছে এমন বেসরকারি হাসপাতালের প্যাথ ল্যাব অ্যাঞ্জিওগ্রাফি করতে আট হাজার টাকা নেয়। কমিশন তার বিজ্ঞপ্তিতে বলেছে ১০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। দুম করে সেই হাসপাতাল অ্যাঞ্জিওগ্রাফির রেট ১০ হাজার টাকা করে দিতে পারবে না। তার জন্য কমিশনের অনুমতি লাগবে।
কমিশন বলেছে, ১৫০-এর বেশি বেড আছে সমস্ত হাসপাতালের প্যাথ ল্যাবে এই নির্দেশিকা প্রযোজ্য। শহরতলির বেসরকারি হাসপাতালে কার্যকর হবে আর বাইপাসের ধারের ঝাঁ চকচকে হাসপাতালে তা হবে না এমনটা নয়।