করোনাভাইরাসের সংক্রমণকে বিশ্বজোড়া মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কারও শরীরে কোভিডের সংক্রমণ হলে বা পরিবারের কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে যাওয়া বাধ্যতামূলক।
কিন্তু কোভিড ছাড়াও আরও চারটি ভাইরাস ঘটিত রোগকে সংক্রামক বলে খাতায়কলমে চিহ্নিত করল নবান্ন। সেগুলি হল-
১) সার্স তথা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম
২) মার্স তথা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম
৩) এভিয়ান/ নভেল ইনফ্লুয়েঞ্জা
৪) ক্রিমিন কঙ্গো হেমারেজিক ফিভার
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মীদের কারও শরীরে এই পাঁচ ভাইরাসের (কোভিড সহ) মধ্যে কোনও একটির সংক্রমণ ঘটলে বা তাঁদের পরিবারের কেউ আক্রান্ত হলে তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে পারেন। তবে সে জন্য টেস্ট রিপোর্ট দফতরকে দেখাতে হবে।
পরে নবান্ন সূত্রে বলা হয়েছে, কর্মীরা ১৪ দিন কোয়েরেন্টাইনে থাকতে পারবেন এবং সর্বোচ্চ ২১ দিনের ছুটি পাবেন। সে জন্য কোনও বেতন কাটা হবে না।