বহু শিশুর জন্য মারাত্মক বিপদের হয়ে উঠে পারে আগামী সময়টা। এমনই আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এই উদ্বেগের কারণ অজনা এক Hepatitis। এই অসুখের কারণে লিভার প্রতিস্থাপন পর্যন্ত করতে হচ্ছে কোনও কোনও শিশুর। এমনকী এটি কোনও কোনও শিশুর মৃত্যুর কারণ হয়েও দাঁড়াতে পারে। এমনই বলে হয়েছে WHO-র তরফে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র তরফে জানানো হয়েছে, গত এক মাস ধরেই বিশ্বের একাধিক দেশে লিভারের সমস্যায় ভোগা শিশুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে এবং তা মৃত্যর কারণ হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছে WHO।
মার্চ মাসে এই রোগের সন্ধান মেলে। এর পরে নানা দেশ মিলিয়ে প্রায় দু’শোর কাছাকাছি শিশুকে পাওয়া যায়, যারা এই রোগে আক্রান্ত। পরীক্ষা করে দেখা যায়, তারা সকলেই নতুন এক হেপাটাইটিসে আক্রান্ত।
১২ টি দেশের ১৬৯ জন শিশুকে পরীক্ষার পর WHO জানিয়েছে, এই অসুখটি আগামী দিনে মারাত্মক হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। ২১ এপ্রিল পর্যন্ত ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইজরায়েল, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি, নরওয়ে, ফ্রান্স, রোমানিয়া এবং বেলজিয়ামে এই হেপাটাইটিসের সংক্রমণের হার বেড়েছে।
WHO-র বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে শিশুরা এই রোগে আক্রান্ত হয়েছে, তাদের শরীরে এর পাশাপাশি অ্যাডেনোভাইরাস নামে পরিচিত একটি সাধারণ ভাইরাসও পাওয়া গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাংবাদিক বৈঠকে জানিয়েছে, তারা বিষয়টির ওপর কড়া নজর রাখছে।