1/7নতুন করে উদ্বেগ তৈরি করেছে কোভিডের নয়া মিউট্যান্ট। ভারতে করোনার বাড়বাড়ন্ত ঘিরে উদ্বেগ তৈরি হতেই দেখা যাচ্ছে, কোভিডের এই নয়া মিউট্যান্ট ভারত সহ বিভিন্ন দেশে রকেট গতিতে ছড়িয়ে সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।(ফাইল ছবি)
2/7এপির রিপোর্ট বলছে, কোভিড ১৯ এর এই নয়া মিউট্যান্ট নিয়ে উদ্বেগে রয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এই মিউট্যান্ট ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, কোভিডের মিউট্যান্ট বিএ ২.৭৫ এর হানায় বাড়ছে কোভিড।
3/7কতটা ভয়াবহ এই মিউট্যান্ট- বিজ্ঞানীরা বলছেন, এখনও বোঝা যাচ্ছে না কতটা ভয়াবহ এই মিউট্যান্ট। কতটা শরীরকে এই মিউট্যান্ট অসুস্থ করতে পারে, তা বোঝা যাচ্ছে না। ওমিক্রনের তুলনায় এই ভ্যারিয়েন্টের ভয়াবহতা কতটা তাও স্পষ্ট নয়।
4/7বিএ ৫ কি হার মানাবে এই নয়া মিউট্যান্ট- রশেস্টারের মায়ো ক্লিনিকের ম্যাথু বিন্নিকার বলছেন, বিএ ৫কে এই মিউট্যান্ট হার মানাবে কি না, তা নিয়ে কিছু বোঝা যাচ্ছে না। তবে ভারতে যেভাবে কোভিড বাড়ছে তাতে এই নয়া মিউট্যান্টকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।
5/7ভ্যাকসিন নিলেও কি মিউট্যান্ট আসতে পারে- মূলত প্রশ্ন উঠছে ভ্যাকসিন নেওয়া থাকলেও কি এই মিউট্যান্ট শরীরে প্রবেশ করতে পারে? বিজ্ঞানীরা বলছেন, সম্ভবত ভ্যাকসিন থেকে আসা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ছাপিয়ে এই মিউট্যান্ট শরীরে ঢুকছে, আর সেকারণেই এতটা বেড়ে যাচ্ছে কোভিড।
6/7ভারতে ছড়াচ্ছে- কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বলছে, ভারতের বিভিন্ন জায়গা থেকে যে কোভিডের মিউট্যান্ট সংক্রান্ত রিপোর্ট আসছে, তাতে দেখা যাচ্ছে, এই নয়া মিউট্যান্টেক উপস্থিতি। এটি অস্ট্রেলিয়া, জার্মানি, ইউকে, কানাডায় ছড়িয়ে গিয়েছে।
7/7বুস্টার জরুরি- বিজ্ঞানী ও চিকিৎসকরা বলছেন, মিউট্যান্টের শক্তি যেমনই হোক, ভ্যাকসিনের বুস্টার ডোজ জরুরি। একমাত্র ভ্যাকসিনই পারে হার মানাতে কোভিডকে।