Monkeypox Symptoms: মাঙ্কিপক্স ছড়াচ্ছে সেক্সুয়াল নেটওয়ার্কে! হু-এর সতর্কবাণীতে থাকা রোগের উপসর্গ কী?

1/5হু হু করে বাড়তে শুরু করেছে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব। এই ভাইরাসে একাধিক আক্রান্তের খবর মিলছে পশ্চিমী বিশ্ব থেকে। ইউকেতে ইতিমধ্যেই পর পর কয়েকজন এই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর তরফে এসেছে সাবধানবাণী। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে মাঙ্কিপক্সই কি তাহলে পরবর্তী সম্ভাব্য মহামারী ডকে আনবে? দেখে নেওয়া যাক এই মাঙ্কিপক্স ঘিরে কিছু তথ্য।

সেক্সুয়াল নেটওয়ার্কে ঘুরছে এই ভাইরাস- হু এ র সাবধানবাণীতে বলা হয়েছে মাঙ্কিপক্স আপাতত সেক্সুয়াল ব়্যাকেটে ঘোরাফেরা করছে। আপাতত এই রোগকে কেন্দ্র করে চলছে বিভিন্ন গবেষণা। এই রোগ কতটা ভয়ঙ্কর বা তার ঝুঁকি কি হতে পারে তা নিয়ে তদন্ত তুঙ্গে রয়েছে। নজর রয়েছে হু-এর। মূলত, কীভাবে এই মাঙ্কিপক্স ছড়াচ্ছে তার ঘরানা জানতেই চলছে বহু গবেষণা। যাতে মানুষ থেকে মানুষে এই রোগ ছড়িয়ে না পড়ে তার জন্য এমন উদ্যোগ রয়েছে। ছবি: ব্লুমবার্গ। (Bloomberg)
2/5সেক্সুয়াল নেটওয়ার্কে ঘুরছে এই ভাইরাস- হু এ র সাবধানবাণীতে বলা হয়েছে মাঙ্কিপক্স আপাতত সেক্সুয়াল ব়্যাকেটে ঘোরাফেরা করছে। আপাতত এই রোগকে কেন্দ্র করে চলছে বিভিন্ন গবেষণা। এই রোগ কতটা ভয়ঙ্কর বা তার ঝুঁকি কি হতে পারে তা নিয়ে তদন্ত তুঙ্গে রয়েছে। নজর রয়েছে হু-এর। মূলত, কীভাবে এই মাঙ্কিপক্স ছড়াচ্ছে তার ঘরানা জানতেই চলছে বহু গবেষণা। যাতে মানুষ থেকে মানুষে এই রোগ ছড়িয়ে না পড়ে তার জন্য এমন উদ্যোগ রয়েছে। ছবি: ব্লুমবার্গ। (Bloomberg)
মাঙ্কিপক্স কী:- এটি খুবই অল্প ধরনের সংক্রমণ। মূলত, আফ্রিকার বন্য পশুদের থেকে এই মাঙ্কিপক্স ছড়িয়ে যাচ্ছে। এটা সাধারণত স্মলপক্স। যার জেরে ত্বকের উপর ব়্যাশ ছড়িয়ে যায়। এই ধরনের সমস্যা মুখে থেকে শুরু হয়। মুখ মণ্ডলে প্রথমে এটি দেখা যায়। সদ্য এই ব়্যাশ ব্রিটেনে দেখা গিয়েছে। সেখানে ৪ জন ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত। স্পেনে ৮ জন আক্রান্ত হতেই জারি হয়েছে সতর্কতা।
3/5মাঙ্কিপক্স কী:- এটি খুবই অল্প ধরনের সংক্রমণ। মূলত, আফ্রিকার বন্য পশুদের থেকে এই মাঙ্কিপক্স ছড়িয়ে যাচ্ছে। এটা সাধারণত স্মলপক্স। যার জেরে ত্বকের উপর ব়্যাশ ছড়িয়ে যায়। এই ধরনের সমস্যা মুখে থেকে শুরু হয়। মুখ মণ্ডলে প্রথমে এটি দেখা যায়। সদ্য এই ব়্যাশ ব্রিটেনে দেখা গিয়েছে। সেখানে ৪ জন ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত। স্পেনে ৮ জন আক্রান্ত হতেই জারি হয়েছে সতর্কতা।
মাঙ্কিপক্সের উপসর্গ- মাঙ্কিপক্স হলে প্রথমেই আসবে জ্বর। সঙ্গে থাকবে মাথার যন্ত্রণা, পিঠে ব্যথা, পেশীতে ব্যথা, লিম্প নোড ফুলে যাবে, দুর্বলতার সঙ্গে থাকতে পারে কাঁপুনিও। মুখ থেকে ছড়িয়ে যেতে পারে ব়্যাশ। যৌনাঙ্গে বিরল ধরনের ব়্যাশ দেখলেই তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য বলা হচ্ছে।(ছবিটি প্রতীকী, সৌজন্য লাইভ হিন্দুস্তান)
4/5মাঙ্কিপক্সের উপসর্গ- মাঙ্কিপক্স হলে প্রথমেই আসবে জ্বর। সঙ্গে থাকবে মাথার যন্ত্রণা, পিঠে ব্যথা, পেশীতে ব্যথা, লিম্প নোড ফুলে যাবে, দুর্বলতার সঙ্গে থাকতে পারে কাঁপুনিও। মুখ থেকে ছড়িয়ে যেতে পারে ব়্যাশ। যৌনাঙ্গে বিরল ধরনের ব়্যাশ দেখলেই তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য বলা হচ্ছে।(ছবিটি প্রতীকী, সৌজন্য লাইভ হিন্দুস্তান)
কীভাবে হতে পারে মাঙ্কিপক্স? কোনও পশুপ্রাণীর কামড় থেকে হতে পারে মাঙ্কিপক্স। ইঁদুর বা কাঠবেড়ালি থেকে হোন সাবধান। এই ধরনের প্রাণীর রক্ত থেকেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। মাঙ্কি পক্স আক্রান্ত কোনও পশুর মাংস খেলেও তা ছড়াতে পারে।(প্রতীকী ছবি)
5/5কীভাবে হতে পারে মাঙ্কিপক্স? কোনও পশুপ্রাণীর কামড় থেকে হতে পারে মাঙ্কিপক্স। ইঁদুর বা কাঠবেড়ালি থেকে হোন সাবধান। এই ধরনের প্রাণীর রক্ত থেকেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। মাঙ্কি পক্স আক্রান্ত কোনও পশুর মাংস খেলেও তা ছড়াতে পারে।(প্রতীকী ছবি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.