পরামর্শ দেননি মোদী, শিশুদের কোভিড টিকাকরণ নিয়ে অপেক্ষা বিশেষজ্ঞদের সুপারিশের

শিশুদের করোনা রোধক টিকা দেওযা নিয়ে বিশেষজ্ঞের সুপারিশের জন্য অপেক্ষা করবে কেন্দ্র। সূত্রের খবর, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কোভিড সংক্রান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। তবে আপাতত ভারতের স্বাস্থ্য মন্ত্রক শিশুদের টিকাকরণ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়র আগে বিশেষজ্ঞের সুপারিশের জন্য অপেক্ষা করবে বলেই জানা গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই বিষয়ে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রক প্রমাণের ভিত্তিতে বিষয়টি পরীক্ষা করে বিজ্ঞানীদের সুপারিশ অনুসরণ করবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও পরামর্শ দেননি।’ট্রেন্ডিং স্টোরিজ

মোদী শনিবার সকালে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে সমস্ত সংশ্লিষ্ট সরকারি দপ্তরের একটি পর্যালোচনা বৈঠকে বসেন। টিকা সংক্রান্ত জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা গ্রুপ আগামী সপ্তাহে শিশুদের কোভিড টিকাকরণ এবং বুস্টার ডোজ পরিচালনার নিয়ে আলোচনা করতে মিলিত হতে পারে।

এদিকে ওমিক্রন নামক নয়া কোভিড ভ্যারিয়েন্টের বিষয়টি প্রকাশ্যে আসতেই শঙ্কিত গোটা বিশ্ব। এই আবহে ভারতও আগেভাগে সতর্কতা অবলম্বনের পথে হাঁটতে চায়। নয়া ভ্যারিয়েন্টের আগমনে দেশ যাতে প্রস্তুত থাকে, সেই দিকে নজর সরকারের। ডেল্টার বিভীষিকা যাতে ফিরে না আসে, তাই ওমিক্রন নিয়ে সতর্কতা অবলম্বন করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। করোনভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট রুখতে সরকারি আধিকারিকদের সক্রিয় ভূমিকা নিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা পর্যালোচনা করতে বললেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.