হাসপাতালের ফেলা দেওয়া দূষিত তুলকালাম কাণ্ড বেঁধে গেল কাটোয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে বর্জ্য ফেলার প্রতিবাদে সুপারের দফতরের বাইরে বর্জ্য ফেললেন ক্ষুব্ধ বাসিন্দারা।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে সুপারের দফতরের সামনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে দূষণ ছড়াচ্ছে এলাকায়। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের আরও অভিযোগ, বর্জ্যগুলির মধ্যে অস্ত্রোপচারের পর মানব শরীরের বাদ দেওয়া অঙ্গ-প্রতঙ্গ থেকে শুরু করে রক্ত সিরিঞ্জ-সহ অস্ত্রোপচারে ব্যবহৃত গজ, ব্যান্ডেজ, তুলোও রয়েছে। সেগুলো খোলা অবস্থায় হাসপাতালের ভিতর পড়ে আছে বলে অভিযোগ বাসিন্দাদের। শুধু তাই নয়, দূষিত বর্জ্যগুলো এলাকার কুকুর মুখে করে এদিক-ওদিক টেনে নিয়ে যাচ্ছে। ফলে, গোটা এলাকায় দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ।
এদিকে হাসপাতালের খোলা জায়গায় বর্জ্য পদার্থ পড়ে আছে বলে স্বীকার করে নেন হাসপাতালের সুপার। তবে তাঁর সাফাই, ঠিকাদার সংস্থাকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় কাটোয়া থানার পুলিশ। তারপর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।