প্রাক্তন স্ত্রীর শরীরে এইচআইভি পজিটিভ রক্ত ঢুকিয়ে দিল যুবক! টিভি শো দেখেই পেয়েছিল বুদ্ধি

 বিবাহবিচ্ছেদ (divorce) হয়ে গিয়েছিল। তারপরেও ফের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছিল স্বামী। কিন্তু রাজি হননি স্ত্রী। তারপরেই রীতিমতো পরিকল্পনা করে এইচআইভি পজিটিভ রোগীর শরীর থেকে রক্ত নিয়ে ইনজেকশনের মাধ্যমে স্ত্রীর শরীরে ঢুকিয়ে দিল স্বামী (man injects ex-wife with HIV+ blood)।

হতবাক করা ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। সূত্রের খবর, ১৫ বছর আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিন্তু দুজনের মধ্যে প্রায়ই নানা বিষয়ে অশান্তি লেগে থাকত। তাই কয়েক মাস আগে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু সম্প্রতি প্রাক্তন স্ত্রীর সঙ্গে ভুলবোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবারও নতুন করতে সম্পর্ক তৈরি করতে চাইছিল ৩৫ বছর বয়সি যুবক। কিন্তু তাতে সায় ছিল না স্ত্রীর। প্রত্যাখ্যাত হয়ে এক মাস আগে থেকেই প্রতিশোধ নেওয়ার ছক কষতে শুরু করে সে। খুঁজেপেতে একজন এইচআইভি পজিটিভ রোগীর রক্ত জোগাড় করে তা একটি ইনজেকশন সিরিঞ্জে ভরে রাখে অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, গত রবিবার প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করে ওই যুবক। দুজনে একসঙ্গে রেস্তোরাঁয় খান, কেনাকাটা করেন। সন্ধের পর একান্তে সময় কাটানোর উদ্দেশ্যে মোরা ভাগাল এলাকার একটি নির্জন স্থানে যান দুজনে। অভিযুক্ত যুবক তার প্রাক্তন স্ত্রীকে আবারও তার সঙ্গে থাকার ব্যাপারে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই রাজি হননি মহিলা। এরপরেই স্ত্রীকে জড়িয়ে ধরার ভান করে তাঁর শরীরে ওই এইচআইভি পজিটিভ রোগীর রক্ত ইনজেকশনের সাহায্যে ঢুকিয়ে দেয় সে।

ঘটনার পরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন মহিলা। জ্ঞান ফিরলে পুলিশে খবর দেন তিনি। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার প্যান্টের পকেটে রক্তের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত জানিয়েছে, একটি টিভি শো দেখে এমন অদ্ভুত প্রতিশোধ নেওয়ার কথা মাথায় আসে তার। সেই শোতে দেখা গিয়েছিল কুকুরের রক্ত প্রবেশ করানো হচ্ছে অন্যের শরীরে। আরও একধাপ এগিয়ে এইচআইভি পজিটিভ রোগীর রক্ত প্রাক্তন স্ত্রীর শরীরে ঢুকিয়ে দেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত, জানিয়েছে পুলিশ। কীভাবে সে ওই রক্ত জোগাড় করল তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, দিন দশেক আগে একই রকম ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। সেই ঘটনায় বিবাহবিচ্ছেদ দিতে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে এইচআইভি পজিটিভ রক্ত ঢুকিয়ে দিয়েছিল স্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.