পশ্চিমবঙ্গের আন্দোলনরত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) তিন দিন রাষ্ট্রব্যাপি বিক্ষোভ প্রদর্শনের সাথে সোমবার ১৭ জুন দেশজুড়ে হরতালের ঘোষণা করেছে। দেশের ডাক্তারদের এই সংস্থা IMA ইন্টার্ন্স আর ডাক্তারদের বিরুদ্ধে হওয়া হিংসক ঘটনা গুলোয় রাশ পাওয়া জন্য কেন্দ্রীয় আইন বানানোর দাবি জানায়। তাঁরা জানায়, আইন যে লঙ্ঘন করবে, তাঁকে যেন কমপক্ষে সাত বছরের শাস্তি দেওয়া হয়।
শোনা যাচ্ছে যে, AIMS এর রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, তাঁরা পশ্চিমবঙ্গের সরকারকে আন্দোলনরত ডাক্তারেদের দাবি পূরণ করার জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছে। আর এই ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে, তাঁরা অনির্দিষ্ট কালের জন্য হরতালে যাওয়ার জন্য বাধ্য থাকবে।
IMA এটাও বলছে যে, শুক্রবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ প্রদর্শন শনিবার ও রবিবার জারি থাকবে। এই প্রদর্শনের জন্য ডাক্তারেরা কালো রঙয়ের ব্যাজ পড়ে থাকবে, এবং শান্তি মিছিল ও বের করবে তাঁরা। IMA এর মহাসচিব RV Asokan জানিয়েছেন যে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন NRS মেডিকেল কলেজে অবাঞ্ছিত ভিড়ের হামলায় আহত ডঃ পরিবহ মুখার্জীর উপর হামলার কড়া নিন্দা করে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে।
IMA সোমবার সকল প্রকার চিকিৎসা সেবা সংস্থা গুলোতে জরুরি সেবা ছাড়া সমস্ত রকম পরিষেবা বন্ধ করার আহ্বান জানিয়েছে। সকাল ছয়টা থেকে ওপিডি পরিষেবা বন্ধ করে দেওয়া হবে, এই হরতাল চলাকালীন শুধুমাত্র জরুরি সেবা প্রদান করা হবে।