কলকাতা, ১ জুলাই (হি স)। পশ্চিমবঙ্গকে করোনা টিকা দেওয়া হচ্ছে না বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে অভিযোগ জানিয়েই তিনি ক্ষান্ত হননি। একাধিক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে কথা জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রের দাখিল করা একটি তালিকায় দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পরেই চলতি অর্থাৎ জুলাই মাসে করোনার সর্বোচ্চ টিকা পাবে বিহার এবং পশ্চিমবঙ্গ।
সকল ভারতবাসীকে টিকাদানের জন্য রাজ্যদের কেন্দ্রের পক্ষ থেকে যাতে বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ করা হয়, সেই আবেদন আগেই করেছে তৃতীয় মমতা সরকার।
কেন্দ্রের বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে রাজ্যকে বঞ্চনা করার অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৭ মে সেই আক্রমণই আরও একধাপ এগিয়ে নিয়ে যায় পশ্চিমবঙ্গ সরকার। কোভিড-১৯ টিকাকরণের বিষয়ে দেশব্যাপী ‘অভিন্ন নীতি’ নির্ধারণ এবং রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে পশ্চিমবঙ্গ সরকার।
বৃহস্পতিবার কেন্দ্র পরিবেশিত তালিকায় ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুলাইয়ে কত টিকা পাবে, তার বিশদ হিসেব পেশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পরেই তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে বিহার এবং পশ্চিমবঙ্গ। সংখ্যাগুলো হল যথাক্রমে ১ কোটি ৯১
লক্ষ ১৬ হাজার ৮৩০, ১ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ১৭০, ৯১ লক্ষ ৮১ হাজার ৯৩০ ও ৯০ লক্ষ ১২ হাজার। গোটা দেশে এই মাসে কেন্দ্র দেবে ১২ কোটি টিকা
প্রসঙ্গত বিহার ও পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে প্রচারে বিজেপি-র তরফে আশ্বাস দেওয়া হয়েছিল করোনার টিকা যথেষ্ঠ পরিমাণে দেওয়া হবে। বিহার ও পশ্চিমবঙ্গকে কেন্দ্র এ ব্যাপারে যথেষ্ঠ গুরুত্ব দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত বঞ্ছনার অভিযোগ তুলছিলেন। কিন্তু কেন্দ্রের এই তালিকা মুখ্যমন্ত্রীর অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল।
হিন্দুস্থান সমাচার/ অশোক