কোভিড কাঁটাঃ কাল থেকে বন্ধ টলিপাড়ার শুটিং

পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে কোভিড (Covid) সংক্রমণ। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে জনজীবন। আগামিকাল থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে লকডাউন। রবিবার সকাল ছ’টা থেকে আগামী ৩০ মে সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যে লকডাউন জারি করা হল। সরকারের নির্দেশিকায় শ্যুটিং নিয়ে স্পষ্ট করে কিছু না বলা হলেও, বন্ধ থাকবে সব যান চলাচল। নবান্ন জানিয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি চলবে। কীভাবে শ্যুটিং সম্ভব?

অতিমারির কবলে স্টুডিয়োপাড়াতে একের পর এক অভিনেতা অভিনেত্রী। ৩ মে থেকে নয়া স্বাস্থ্যবিধি চালু করেছে ফেডারেশন। সকলের তাপমাত্রা মাপা, ফ্লোর, মেক আপ রুম, স্যানিটাইজ করা, হাত স্যানিটাইজ করা, মাস্ক এবং ফেসশিল্ড পরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা ফের বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত স্টুডিয়ো ফ্লোরে।এই কড়া বিধিনিষেধ কতটা মানছে টালিগঞ্জ? তা দেখতে শুক্রবার অমিত কুমার সামন্ত, শান্তনু দাস, অনাদি ভঞ্জ, শম্ভু দাস সহ পরিদর্শকের একটি বিশেষ দলকে সঙ্গে নিয়ে স্বরূপ বিশ্বাস (Swarup Bisawas) নিজেই পৌঁছে যান সেখানে। স্বরূপ তাঁর সংগঠনের সদস্যদের নিয়ে শ্যুটিং ফ্লোর থেকে খাবার জায়গা, সর্বত্র ঘুরে দেখেন।তবে আজ নবান্নের নির্দেশিকায় প্রথমে যেহেতু স্পষ্ট করে বলা ছিল না,যে আদৌ শুটিং বন্ধ থাকবে কিনা তাই প্রযোজকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন তিনি।টেকনিশিয়ানদের রুটিরুজির কথা মাথায় রেখে, ফেডারেশন সিদ্ধান্ত নিতে পারে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাদের দৈনন্দিন সামগ্রী দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে।

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন যে তাঁদের চিফ সেক্রেটারি নবান্ন থেকে যে নির্দেশিকা জারি করেছেন যে শুধু জরুরি পরিষেবা খোলা থাকবে। সেই প্রেক্ষিতেই তাঁরা বুঝেছেন কোভিড পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে। সেটার কথা মাথায় রেখেই তাঁরা শ্যুটিং বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছেন । তিনি জানান, তাঁরা সবসময়ই সরকারের পাশে রয়েছেন , গোটা দেশের করোনা পরিস্থিতির যা অবস্থা, সেখানে সরকারের হাতে আর কোনও রাস্তা খোলা নেই। আগামি ৩০ তারিখ পর্যন্ত স্টুডিওপাড়ায় সবরকম শ্যুটিং বন্ধ থাকছে। সরকারের পরবর্তী নির্দেশিকা মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে,নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ মে পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবার দফতর ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। জরুরি সামগ্রীর উৎপাদন ছাড়া বন্ধ থাকবে কল কারখানা।আগের মতোই বন্ধ থাকবে সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, স্পা বন্ধ থাকবে। করা যাবে না কোনওরকম জমায়েত।মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।গয়না এবং শাড়ির দোকান খোলা থাকবে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।তবে সাধারণ দিনের মতোই ওষুধ ও চশমার দোকান খোলা থাকবে। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রণ করা যাবে না।সৎকারে ২০ জনের বেশি থাকতে পারবেন না।জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনো যাবে না।দু-বেলা নয়, ৩০ মে পর্যন্ত এক বেলা খোলা বাজার হাট।মুদি দোকান, দুধ, রুটি, মাংস, বাজার-হাট, ডিমের দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। ই-কমার্স এবং হোম-ডেলিভারি পরিষেবা চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.