পথ দেখাচ্ছে বাংলা, শুধু কলকাতাতেই সুস্থ প্রায় ২৬ হাজার মানুষ

কলকাতা: বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার ৬৯০ জন৷ এর মধ্যে শুধু কলকাতাতেই সুস্থ প্রায় ২৬ হাজার৷ একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যা৷

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,কলকাতাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের৷ সোমবারের থেকে কম৷ সেদিন সংখ্যাটা ছিল ২৩ জনে৷ ওটাই ছিল একদিনে কলকাতার সর্বোচ্চ মৃতের সংখ্যা৷ রবিবার ছিল ১৩ জন৷

শনিবার এই সংখ্যাটা ছিল ২১ জনে৷ তবে কলকাতাতে মৃত্যু হয়েছে মোট ১,১১০ জন৷ এছাড়া কলকাতাতে একদিনে আক্রান্ত হয়েছেন ৬০০ জন৷ সোমবার ছিল৫৪৮ জন৷ রবিবার ছিল ৫৬৩ জন৷ শনিবার ছিল ৬৭১ জন৷ তবে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৪৬৭ জন৷

তথ্য অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও কমেছে৷ গত ২৪ ঘন্টায় ৫৩ জন কমে মোট সংখ্যাটা হল ৬,৩৭১ জন৷ সোমবার ছিল ৬,৪২৪ জন৷ রবিবার ছিল ৬,৫১৭ জন৷ শনিবার ছিল ৬,৬৪৫ জন৷ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৩৬ জন৷ সোমবার ছিল ৬১৮ জন৷

রবিবার এই সংখ্যাটা ছিল ৬৭৮ জন৷ শনিবার ছিল ৫৬২ জন৷ তবে এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রায় ২৬ হাজার৷ তথ্য অনুযায়ী ২৫ হাজার ৯৮৬ জন৷ অন্যদিকে মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,বাংলায় একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫ জনের৷ সোমবার এই সংখ্যাটা ছিল ৪৫ জনে৷ রবিবার ছিল ৫১ জন৷

তবে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৫২৮ জন৷ একদিনে আক্রান্ত তিন হাজারের বেশি৷ পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,১৭৫ জন৷ সোমবার ছিল ৩,০৮০ জন৷ রবিবার ছিল ৩,০৬৬ জন৷ এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২২ হাজার ৭৫৩ জন৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৩৫ জন৷ একদিনে বেড়েছে ১৩৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৯৮৭ জন৷ সোমবার ছিল ২,৯৩২ জন৷

রবিবার ছিল ২,৯৩৫ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার ৬৯০ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৫.৫১ শতাংশ৷ সোমবার ছিল ৭৫.০২ শতাংশ৷ রবিবার ছিল ৭৪.৪৮ শতাংশ৷ অর্থাৎ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে উঠার হার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.