কলকাতা: শুধু কলকাতাতেই মোট আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের বেশি৷ কিন্তু এদের মধ্যে প্রায় ৪১ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷
রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, শহরে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে৷ সংখ্যাটা এক সময় ৫ জনে নেমে এসেছিল৷ সব মিলিয়ে কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৪৭৩ জনের৷
কলকাতায় একদিনে আক্রান্ত ৫৪১ জন৷ শনিবার ছিল ৫৪৭ জন৷ সব মিলিয়ে আক্রান্তের সংখ্যাটা ৪৬ হাজার ছাড়াল৷ তথ্য অনুযায়ী,৪৬ হাজার ৫৮৮ জন আক্রান্ত৷ তবে নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷
শহরে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫২০ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৯৫৫ জন৷ এই মূহুর্তে শুধু কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৪ হাজার ১৬০ জন৷ শনিবারের তুলনায় মাত্র ৯ জন বেশি৷
এদিনের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে ৫৮ জনের মৃত্যু হয়েছে৷ শনিবার এই সংখ্যাটা ছিল ৫৯ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৯৪৫ জন৷
যে ৫৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১২ জন৷ উত্তর ২৪ পরগনার ১৩ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৭ জন৷ হুগলি ৪ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব বর্ধমান ২ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ২ জন৷ বাঁকুড়া ৩ জন৷ পুরুলিয়া ১ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ১ জন৷ মালদা ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,২১৫ জন৷ শনিবার ছিল ৩,১৬১ জন৷ এর ফলে রাজ্যে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষ ছাড়াল৷ তথ্য অনুযায়ী, ২ লক্ষ ২ হাজার ৭০৮ জন৷ এদিনও নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷
একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,০৫৪ জন৷ শনিবার ছিল ৩,০৪২ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লক্ষ ৭৫ হাজার ১৩৯ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৪০ শতাংশ৷ শনিবার ছিল ৮৬.২৬ শতাংশ৷ শুক্রবার ছিল ৮৬.১০ শতাংশ৷ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷
রাজ্যে ফের বাড়ল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ৬২৪ জন৷ শনিবারের তুলনায় ১০৩ জন বেশি৷