এবার মেডিক্যাল শিক্ষার দিকে ঝুঁকতে চাইছে দেশের অন্যতম সেরা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়(JNU)। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর এতদিন কলা ও বিজ্ঞান বিভাগেই পড়ার সুযোগ ছিল বিশ্ববিদ্যালেয়ে। এবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অ্যাকাডেমিক কাউন্সিলের কাছে একটি বিশেষ প্রস্তাব রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই প্রস্তাব অনুসারে একটি মেডিকল স্কুল ও একটি ৫০০ বেডযুক্ত হাসপাতালে তৈরির প্রস্তাব রাখা হচ্ছে। বলা হচ্ছে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা এখানে থাকবে। কার্ডিওলজি, অঙ্গ প্রতিস্থাপন, নিউরোলজি সহ বিভিন্ন বিভাগ এখানে খোলা হবে। পাশাপাশি এখানকার ৫০ শতাংশ আসন বিজ্ঞানীদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দেওয়া হবে। সব মিলিয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা।
AIIMS , NIIMHANS এর বিশেষজ্ঞরা এই প্রস্তাবপত্রটি তৈরি করেছেন। জেএনইউ অ্য়াক্ট অনুসারেই এই প্রস্তাবটি রাখা হচ্ছে বলে দাবি করা হয়েছে। ক্যাম্পাসের মধ্যেই প্রায় ২৫ একর জমিতে এই মেডিকেল স্কুল গড়ার চিন্তাভাবনা করা হয়েছে। এক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষা NEET দেওয়ার পরই এখানে এমডি ও এমবিবিএস করার সুযোগ মিলবে। তবে আসন সংখ্যা কত হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। জেএনইউর রেক্টর আরপি সিংকে এব্যাপারে ফোন করা হয়েছিল। তিনি জানিয়েছেন, কার্যকরী কমিটির বৈঠক না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা যাবে না।