মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ভারত বানিয়ে ফেলল করোনার কিট, মাত্র আড়াই ঘণ্টার মধ্যে হয়ে যাবে পরীক্ষা

করোনা ভাইরাসের (Corona virus) পরীক্ষার জন্য পুনের মায়ল্যাবকে বাণিজ্যিক উৎপাদনের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। কিট বানানোর অনুমতি পাওয়া এটা দেশের প্রথম কোম্পানি। ‘মায় ল্যাব প্যাথোডিটেকড কোভিড-১৯ কোয়ালিটিটিভ পিসিআর কিট” বানানোর জন্য Central Drug Standards Control Organization অনুমতি দিয়েছিল।

কোম্পানি দাবি করে যে, ওই কিটের মাধ্যমে ১০০০ মানুষের করোনা টেস্ট করা সম্ভব। এখনো পর্যন্ত ল্যাবে প্রতিদিন ১০০ টি স্যাম্পেলের পরীক্ষা হয়।

কোম্পানির নির্দেশক হাসমুখ রাওয়াল (Hasmukh Rawal) বলেন, মেক ইন ইন্ডিয়া (Make In India) অনুযায়ী এই কিট বানানো হয়েছে। কিট বিশ্ব স্বাস্থ সংগঠন আর আমেরিকার সেন্টার ফর ডিসিস কন্ট্রোলের (For Disease Control) নিয়ম অনুযায়ী বানানো হয়েছে।

যেহেতু এই কিট দেশেই বানানো হয়েছে, সেহেতু এই কিটের খরচ বিদেশী কিটের থেকে এক তৃতীয়াংশ কম পড়েছে। এখন করোনার পরীক্ষার জন্য চার ঘণ্টা সময় লাগে। এই কিটের মাধ্যমে পরীক্ষা আড়াই ঘণ্টার মধ্যে হয়ে যাবে। কিটের দাম মাত্র ১২০০ টাকা পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.