পশ্চিমবঙ্গে অব্যাহত করোনা আক্রান্তের ঊর্ধ্বগতি, একদিনে আক্রান্ত ৩১৭৫ জন

পশ্চিমবঙ্গে ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের লেখচিত্রপুরনো রেকর্ড ভেঙে দিয়ে রাজ্যে একদিনে ৩১৭৫ জন করোনা আক্রান্ত হলেনএদিকে একদিনে মৃত্যু হয়েছে ৫৫জনেরগত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮৭জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২৭,৫৩৫জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ২২হাজার ৭৫৩জন। রাজ্যে মোট  করোনা মুক্ত হয়েছেন ৯২,৬৯০ জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫২৮জনের। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৭৫.৫১শতাংশ। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। এদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৬০০টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৩৩,৪৬৭। গত ২৪ ঘণ্টায় ৬৩৬জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ২৫,৯৮৬জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৭জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১১১০জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায়  করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৩৭১জন। এদিকে এদিন সংক্রমনের নিরিখে কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬৬৪জন। পাশাপাশি রাজ্যে বাকি মৃতদের মধ্যে একজন দার্জিলিং, একজন জলপাইগুড়ি, দুজন মালদা, দুজন মুর্শিদাবাদ, একজন নদীয়া, একজন বীরভূম, একজন পূর্ব মেদিনীপুর, একজন পশ্চিম মেদিনীপুর একজন পশ্চিম বর্ধমান, নয়জন হাওরা, চারজন হুগলি, ১১জন উত্তর ২৪ পরগনা, তিনজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। 
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৫হাজার ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এই যাবত সর্বাধিক। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩লাখ ৮২হাজার ১৯৮টি। এখন রাজ্যে ৬৮টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.