সিকিম সহ উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিষয়টি খুবই উদ্বেগের হলেও সাথে স্বস্তির খবরও রয়েছে। আক্রান্তের পাশাপাশি রোগীদের সুস্থ হওয়ার সংখ্যাও দ্রুত বাড়ছে। তবে করোনা সংক্রমিত নতুন রোগীর সংখ্যায় বৃদ্ধি ভীষণ চিন্তাজনক বলে মনে করা ভুল হবে না। এখন পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন অসমের বাসিন্দারা। তার পরেই ত্রিপুরা এবং তৃতীয় স্থানে রয়েছে মণিপুর।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে ৩,৪৪৩ জন নতুন রোগীকে চিহ্নিত করা হয়েছে। তাতে এই অঞ্চলে সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২,১০৩। তাদের মধ্যে ৪৮,০১৯ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মোট ২,০৪৬ জন করোনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ২৪,০৩৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। একই সময়ে ১৯৫ জন রোগী মারা গেছেন এবং চারজন উত্তর-পূর্বের বাইরে চলে গেছেন।
অসমে নতুন করে ২,৬৭৯ জন করোনা আক্রান্ত চিহ্নিত করা হয়েছে। ফলে, রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,৪৯৭ জন। তবে, ৩৮,৮১০ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১,৫৮৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সাথে বিভিন্ন হাসপাতালে ১৬,৫৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, অসমে এখন পর্যন্ত ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এবং ৩ জন রোগী চলে গেছেন রাজ্যের বাইরে।
ত্রিপুরায় নতুন করে ১৪৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। ফলে, এখন পর্যন্ত ৬,০১৪ জন করোনায় আক্রান্ত। তবে ৪,০৮৪ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৬৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে ১,৮৭৫ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। এদিকে ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃ্ত্যু হয়েছে করোনায়।
মণিপুরে ২৪৯ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। তাতে রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৬৬। পাশাপাশি সুস্থ হয়েছেন ১,৯২৬ জন করোনা আক্রান্ত। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২১ জন রোগী সুস্থ হয়েছেন। তবে বিভিন্ন হাসপাতালে ১৫৩০ জন রোগী-র চিকিৎসা চলছে। এদিকে, মণিপুরে এখন পর্যন্ত ১০ জন রোগী মারা গেছেন।
নাগাল্যান্ডে ৭৭ জন নতুন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। তাতে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২,৬৫৭। রাজ্যে ৮২৪ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী সুস্থ হয়েছেন। ১,৮২৪ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাত জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে।
অরুণাচল প্রদেশে নতুন করে ১০১ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,০৪৯। তেমনি, ১,৩২৬ জন করোনা আক্রান্ত এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮১ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি, বিভিন্ন হাসপাতালে ৭২০ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। রাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
মেঘালয়ে ১৬ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। রাজ্যে করোনার সংক্রমণের মোট সংখ্যা ১,০০৬-এ পৌঁছেছে। যার মধ্যে ৪১১ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬৬ জন রোগী সুস্থ হয়েছেন। এছাড়া ৫৯০ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে।
মিজোরামে আজ শনিবার আটজনকে নিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এঁদের নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯। তবে ২৮৮ জন রোগী সুস্থও হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৭০ জন রোগীর চিকিৎসা চলছে। তেমনি একজন রোগী রাজ্যের বাইরে চলে গেছেন।
সিকিমে ২৫ জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে। তাতে রাজ্যে সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪। একই সঙ্গে ৪০৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৩ জন রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে ৪৪৭ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে সিকিমে।