করোনায় কাবু দেশ। উদ্বেগ বাড়িয়ে সেঞ্চুরি হাঁকাচ্ছে দৈনিক সংক্রমণের রেশ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় বাজারে ভ্যাক্সিন চলে আসলেও নেই স্বস্তি। সংক্রমণের রেশ আটকাতে একাধিক রাজ্যে জারি হয়েছে লকডাউন। তবুও যেন কোনও কিছুতেই মিলছে না মুক্তি।
আর এই অবস্থায় মারণ ব্যাধি নিয়ে ফের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল সরকার। মঙ্গলবার একটি বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল জানিয়েছেন, দেশের যা পরিস্থিতি তাতে এই মুহুর্তে করোনা সংক্রমিত রোগীরা যদি ঠিকমতো সামাজিক দূরত্ব না মানেন এবং সঠিকভাবে মাস্কের ব্যবহার না করেন তাহলে একজন করোনা আক্রান্ত রোগীর দেহ থেকে মাত্র একমাসের মধ্যে ৪০৬ জন সুস্থ মানুষ এই মারণ রোগের দ্বারা সংক্রামিত হতে পারেন।
এই বিষয়ে তিনি আরও জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন বর্তমানে যদি কোনও একজন করোনা রোগী ঠিকঠাক ভাবে কোভিড প্রোটোকল না মেনে চলেন তাহলে তাঁর থেকে ৪০৬ জন সুস্থ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। তাও আবার মাত্র একমাসের মধ্যে।
তিনি আরও বলেন, ” যদি একজন করোনা রোগী ৫০ শতাংশ ভাবে সামাজিক দূরত্ব বিধি না মেনে চলেন তাহলে তাঁর থেকে আরও ১৫ জন সুস্থ সবল মানুষ এই মারণ রোগের শিকার হবেন। এছাড়াও ৭৫% সামাজিক দূরত্ব, মাস্কের ব্যবহার সরকারি গাইডলাইন মেনে না চললে অতিদ্রুত তা বাড়তে থাকবে এবং বহু মানুষকে সংক্রামিত করে ফেলবে।”
আর এই অবস্থায় তিনি যেমন চিকিৎসা ব্যবস্থা, টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন তেমনই অন্যদিকে সবসময় মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন। এই বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দাবি, যেভাবে হু-হু করে করোনার ট্রান্সমিশন ঘটছে তাতে কোনও আক্রান্ত ব্যক্তি যদি ছয় ফুটের সামাজিক দূরত্ব বজায় রেখেও চলেন তাহলেও তাঁর থেকেও সুস্থ মানুষের সংক্রামিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
হোম আইসোলেশনের ক্ষেত্রেও এই ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যায়। যদি ঠিকমতো ঘরের মধ্যে মাস্ক ব্যবহার না করা হয়৷ জানা গিয়েছে, এই সময়ে কোনও সুস্থ ব্যক্তি যদি ঠিকমতো মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন কিন্তু তাঁর বিপরীতের করোনা আক্রান্ত মানুষটি যদি এই সব নিয়মের তোয়াক্কা না করেন তাহলে উভয়ের দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ। তবে এক্ষেত্রে আক্রান্ত এবং সুস্থ উভয় ব্যক্তিই যদি মাস্ক ব্যবহার করেন তাহলে তাঁদের করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা ১.৫ শতাংশ।
তাহলে এবার আপনিই বেছে নিন কোনটা করবেন। করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সঠিক ভাবে মাস্ক পড়ুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে ভালো রাখতে সাহায্য করুন।