করোনা টিকা পাওয়ার পর কতদিন মাস্ক পরতে হবে? জানাল কেন্দ্র

1/5এখনও পর্যন্ত দেশে ৭৫.২২ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী টিকাপ্রাপ্তদের এখনও মাস্ক পরেই থাকতে হবে। এই নিয়ম আর কতদিন চলবে? উত্তর দিলেন কেন্দ্রের বিশেষজ্ঞ। ফাইল ছবি : এএনআই (ANI)

নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পল জানান, 'আপাতত আগামী বছরেও মাস্ক পরতে হবে।' এখনই মাস্ক ছাড়ার যে কোনও প্রশ্নই নেই, তা বলাই বাহুল্য। ফাইল ছবি : এএনআই (Himanshu Sharma/ANI)
2/5নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পল জানান, ‘আপাতত আগামী বছরেও মাস্ক পরতে হবে।’ এখনই মাস্ক ছাড়ার যে কোনও প্রশ্নই নেই, তা বলাই বাহুল্য। ফাইল ছবি : এএনআই (Himanshu Sharma/ANI)
তিনি জানান, 'করোনাকে পরাজিত করতে টিকা, চিকিত্সা এবং সঠিক আচরণ চাই।' আগামী বছর পর্যন্ত সকলে এটি মেনে চলতে হবে। সকলকে মাস্ক পরতে হবে। ফাইল ছবি : এএনআই (ANI)
3/5তিনি জানান, ‘করোনাকে পরাজিত করতে টিকা, চিকিত্সা এবং সঠিক আচরণ চাই।’ আগামী বছর পর্যন্ত সকলে এটি মেনে চলতে হবে। সকলকে মাস্ক পরতে হবে। ফাইল ছবি : এএনআই (ANI)
আসন্ন উত্সবের মরসুম নিয়ে সতর্ক করে দেন তিনি। তিনি বলেন, 'তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা এখনও যায়নি। সময়টা খুবই ঝুঁকিপূর্ণ।' প্রতীকী ছবি : এএনআই (ANI)
4/5আসন্ন উত্সবের মরসুম নিয়ে সতর্ক করে দেন তিনি। তিনি বলেন, ‘তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা এখনও যায়নি। সময়টা খুবই ঝুঁকিপূর্ণ।’ প্রতীকী ছবি : এএনআই (ANI)
দুর্গাপুজো, দীপাবলির সময়ে সকলকে করোনা বিধি মেনে চলার অনুরোধ করেন ডঃ ভি কে পল। ফাইল ছবি : এএনআই (ANI)
5/5দুর্গাপুজো, দীপাবলির সময়ে সকলকে করোনা বিধি মেনে চলার অনুরোধ করেন ডঃ ভি কে পল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.