স্বাস্থ্য পরিষেবায় ‘ডিজিটাল’ বুস্টার, কী কী ঘোষণা করেছেন সীতারামন?

1/5ডিজিটালাইজ করা হবে দেশের স্বাস্থ্যক্ষেত্র। মঙ্গলবার বাজেট ঘোষণায় এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের রেজিস্ট্রি হবে। একই ভাবে ডেটাবেস বানানো হবে প্রত্যেক ভারতীয়ের অনন্য স্বাস্থ্য পরিচয়ের। সেই ডেটাবেসে সর্বজনীন অ্যাক্সেস দেওয়া হবে।’  ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT photo/Arvind Yadav)

তবে গত বছরই ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেছিলেন। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করেছিলেন তিনি। সেটাই ২০২২ সালে এগিয়ে নিয়ে যাওয়া হবে, জানিয়েছেন সীতারামন। ছবি : পিআইবি (PIB)
2/5তবে গত বছরই ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেছিলেন। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করেছিলেন তিনি। সেটাই ২০২২ সালে এগিয়ে নিয়ে যাওয়া হবে, জানিয়েছেন সীতারামন। ছবি : পিআইবি (PIB)
স্বাস্থ্য মন্ত্রক গত বছরের নভেম্বরে সমস্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসকদের রেজিস্ট্রি শুরু করেছিল। মিশনের অধীনে স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা বলতে রয়েছে সরকারি ক্লিনিক, ল্যাবরেটরি, ফার্মেসি এবং রেডিয়োলজি সেন্টার। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT PHOTO)
3/5স্বাস্থ্য মন্ত্রক গত বছরের নভেম্বরে সমস্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসকদের রেজিস্ট্রি শুরু করেছিল। মিশনের অধীনে স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা বলতে রয়েছে সরকারি ক্লিনিক, ল্যাবরেটরি, ফার্মেসি এবং রেডিয়োলজি সেন্টার। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT PHOTO)
এই উদ্দেশ্যে একটি ওয়েব পোর্টালও (https://abdm.gov.in/) বানানো হয়েছে। ছবি :  আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (abdm)
4/5এই উদ্দেশ্যে একটি ওয়েব পোর্টালও (https://abdm.gov.in/) বানানো হয়েছে। ছবি :  আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (abdm)
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে এই ডিজিটাল মিশন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'র পরিচালনার দায়িত্বে আছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (Arvind Yadav/ Hindustan Times)
5/5জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে এই ডিজিটাল মিশন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র পরিচালনার দায়িত্বে আছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (Arvind Yadav/ Hindustan Times)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.