রোগের বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে রোগ নির্ণায়ক ময়নাতদন্তের (প্যাথোলজিকাল পোস্টমর্টেম) নির্দেশিকা তৈরীর আবেদন জানাল ‘গণদর্পণ’।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণদর্পণ-এর সম্পাদক শ্যামল চ্যাটার্জী জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এব্যাপারে আবেদন করা হয়েছে। এতে লেখা হয়েছে, “আজ সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী দুইটি ভ্যাকসিন নেওয়ার পর সিউড়ি চিকিৎসকের মৃত্যু ঘটেছে। এও জানানো হয়েছে যে এই নিয়ে মোট ৩০ জন চিকিৎসকের দুই ডোজ কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মারা গেছেন। যা ভীষণভাবে উদ্বেগজনক।
একটি বা দুইটি ডোজ নিয়ে সাধারণ মানুষ কত জন মারা গেছে তার কোন তথ্য পাওয়া যায়নি। এমতাবস্থায় আমাদের রোগ নির্ণায়ক ময়নাতদন্তের (প্যাথোলজিকাল পোস্টমর্টেম) আবেদন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা বিশ্বাস রাখি, রাজ্য স্বাস্থ্য দপ্তর এই ব্যাপার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি সাধারণ মানুষও রোগ নির্ণায়ক ময়নাতদন্তের (প্যাথোলজিকাল পোস্টমর্টেম) জন্য এগিয়ে আসবেন। এই ব্যাপারে গণদর্পণ প্রয়োজনমতো সাহায্য করবে।“
Foto, link
হিন্দুস্থান সমাচার/ অশোক