Future of Coronavirus: ওমিক্রন তো চলে গেল! এবার কি করোনারও বিদায়ের সময় হয়েছে? মাস্কের আর দরকার আছে কি

ক্রমশ কমছে করোনার আতঙ্ক। মাস খানেক আগেও ওমিক্রনের কারণে চিন্তায় পড়েছিলেন অনেকেই। সেই চিন্তাও কমছে। ক্রমশ স্বাভাবিক হচ্ছে জীবন। প্রায় ২ বছর পরে স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

এবার কি তবে করোনার বিদায়ের পালা?

এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে। কিন্তু কী বলছেন বিজ্ঞানীরা? অনেকেই বলছেন, করোনা নিয়ে আর আতঙ্কিত হয়ে লাভ নেনই। করোনাভাইরাস মানুষের মধ্যে থেকে যাবে ঠিকই, কিন্তু আর কখনও বাড়াবাড়ি আকার ধারণ করবে না। Endemic পর্যায়ে এই ভাইরাসের সংক্রমণ পৌঁছে গিয়েছে বলেও মত অনেকের। 

তাহলে এবার কি মাস্ক পরার দরকার আছে? 

আর যদি কোনও ঢেউ না আসে, তাহলে খামোখা মাস্ক পরে কী হবে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমেরিকার University of Minnesota-র Center for Infectious Disease Research and Policy-র প্রধান মাইকেল ওস্টারহোম। তাঁর বক্তব্য, ‘এই যে এতগুলো ঢেউ এল, তার কারণটি কী সেটাই এখনও পরিষ্কার নয়।’ বিশেষজ্ঞের বক্তব্য, প্রত্যেকেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন। কিন্তু তার পরেও আমরা নিজেদের চাহিদামতো ঢেউগুলি আটকাতে পারিনি। 

বর্তমানে অবশ্য পরিস্থিতি বদলে গিয়েছে। ব্যাপক হারে টিকাকরণ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। সেই কারণে অনেকেরই করোনার সঙ্গে লড়াই করার ক্ষমতা বেড়েছে। এর পাশাপাশি করোনায় আক্রান্তও হয়েছেন অনেকে। তাঁরাও করোনার প্রতিরোধ শক্তি পেয়েছেন। এমতাবস্থায় করোনাভাইরাস ক্রমশ তার শক্তি হারিয়েছেন বলে মনে করছেন অনেকে।

কিন্তু সেই কারণেই কি মাস্ক ত্যাগ করতে হবে?

এখনও এই বিষয়টি নিয়ে নিশ্চিত নন চিকিৎসকরা। তাঁদের কথায়, মানুষের এখন মাস্কে অভ্যাস হয়ে গিয়েছে। এই অবস্থায় আরও কিছু দিন মাস্ক ব্যবহার করাই ভালো। তাতে আরও একটু বেশি নিরাপদ হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.