ঝড় বয়ে গিয়েছে। তিনি নিজেই দুর্ভেদ্য দেওয়াল, তাই বুঝতে দেননি। কিন্তু ভিতরে ভিতরে ধাক্কাটা বুঝেছেন ঠিকই। তাই কামব্যাকের নতুন শর্ত সেট করছেন মহারাজ।
বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর আজ মহারাজের ছুটি। কিংবদন্তি চিকিৎসক দেবী শেট্টি দাদার ভক্তদের আশ্বস্ত করে বলে গিয়েছেন সব করতে পারবেন সৌরভ। চাইলে বিমান ওড়াতে পারবেন, মাঠে নেমে ছক্কাও হাকাতে পারবেন। স্বাভাবিক ভাবেই সৌরভ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষমান তাঁর কামব্যাক ইনিংস দেখার জন্য। সেই ইনিংস কেমন হবে? কি হবে তাঁর বাঁচার নতুন শর্ত? সৌরভের এক কথার উত্তর, এবার নিজের জন্য বাঁচব।
বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে গুরুদায়িত্ব রয়েছে মহারাজের। ৩০টিরও বেশি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ তিনি। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো-এর দায়িত্ব তাঁর কাঁধে। এসবই এক অদ্ভুত দক্ষতায় সামলে এসেছেন মহারাজ। ভক্তরা তাঁকে ওয়ার্কোহলিক বা কাজপাগল মানুষ বলেই চিনেছে। এর সঙ্গেই এসে জুড়েছিল রাজনীতি যোগের জল্পনা। স্বাভাবিক ভাবেই ভক্তরা জানতে চান, এর মধ্যে কোন দায়িত্বটা মহারাজ রাখবেন, কোনটা ছাড়বেন।
সূত্রের খবর, মহারাজ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালের বেড থেকেই একান্ত মুহূর্তে বলেন, এবার থেকে নিজের জন্যে বাঁচতে হবে।
ঘনিষ্ঠমহলের ব্যখ্যা, হার্ট অ্যাটাক মহারাজকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে। আপাত সচেতন মহারাজ শরীরের সংকেতে কান না দিয়েই কাজের পিছনে ছুটেছেন। গতকাল দেবী শেটিও বলে গিয়েছেন, সামান্য একটা সিটিস্ক্যান করলেই মহারাজ বুঝে যেতেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। কাজেই সব মিলিয়ে জীবনের রিস্টার্ট বটনটা মহারাজ টিপতে চাইছেন নিজের শর্তে। ঠিক মাঠের সেই সাবধানী ক্যাপ্টেনের মতো পা ফেলতে চাইছেন মাঠে।
প্রসঙ্গত, তাঁর পরামর্শক্রমেই গতকাল শারীরিক পরীক্ষানীরিক্ষা হয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের। রিপোর্ট পাওয়া গেলে সেই মতো স্থির হবে ডোনার ডায়েট। আর সৌরভ? আপাতত বাদ প্রিয় বিরিয়ানি, বাদ দুধ চা। ঘরোয়া খাবার আর বিশ্রাম, বেসক্যাম্পে ফিরে এটাই রুটিন মহারাজের।