Double Masking advantage- দু’টি মাস্ক পরে আদৌ লাভ হয়? দেখুন কী বলছে গবেষণা

1/5ডবল মাস্ক মানেই দ্বিগুণ সুরক্ষা। এমন ভাবনা অনেকেরই। কিন্তু তা কি আদৌ সত্যি? ফাইল ছবি: পিটিআই (PTI)

ফিজিক্স অফ ফ্লুইডস-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, দুটি মাস্ক পরলেই যে বেশি সুরক্ষা পাবেন, তেমনটা নয়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, বেশি স্তর রাখার অর্থ হল, শ্বাস ছাড়ার সময়ে অনেক সমস্যা হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5ফিজিক্স অফ ফ্লুইডস-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, দুটি মাস্ক পরলেই যে বেশি সুরক্ষা পাবেন, তেমনটা নয়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, বেশি স্তর রাখার অর্থ হল, শ্বাস ছাড়ার সময়ে অনেক সমস্যা হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
তার ফলে, কাপড়ের মধ্য দিয়ে শ্বাস বের হওয়ার বদলে, আপনার মাস্কের চারপাশ দিয়ে তীব্র বেগে নিঃশ্বাস-প্রশ্বাস চলবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5তার ফলে, কাপড়ের মধ্য দিয়ে শ্বাস বের হওয়ার বদলে, আপনার মাস্কের চারপাশ দিয়ে তীব্র বেগে নিঃশ্বাস-প্রশ্বাস চলবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
এর ফলে বেশি পরিমাণে ফাঁক তৈরি হবে। আর সেটা যে মোটেও কাম্য নয়, তা বলাই বাহুল্য।ফাইল ছবি: পিটিআই  (PTI)
4/5এর ফলে বেশি পরিমাণে ফাঁক তৈরি হবে। আর সেটা যে মোটেও কাম্য নয়, তা বলাই বাহুল্য।ফাইল ছবি: পিটিআই  (PTI)
অর্থাত্, দুটি মাস্ক পরলে, তাতে হিতে বিপরীতই হতে পারে। গবেষকরা বলছেন, একটিই মাস্ক ভালভাবে পরুন। চোয়াল, নাক, থুতনির চারপাশে মাস্ক যাতে সুন্দরভাবে ফিট হয়, সেটা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। ফাইল ছবি: এএফপি (AFP)
5/5অর্থাত্, দুটি মাস্ক পরলে, তাতে হিতে বিপরীতই হতে পারে। গবেষকরা বলছেন, একটিই মাস্ক ভালভাবে পরুন। চোয়াল, নাক, থুতনির চারপাশে মাস্ক যাতে সুন্দরভাবে ফিট হয়, সেটা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। ফাইল ছবি: এএফপি (AFP)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.