পুরুলিয়া শহরে দূষিত জল সরবরাহের অভিযোগে পুরপ্রধানকে স্মারকলিপি দিল বিজেপি। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় তারা। আজ স্থানীয় পুরসভায় বিজেপির পুরুলিয়া শহর মণ্ডল কমিটির উদ্যোগে ৬ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
গত কাল থেকেই পুরুলিয়া শহরে ডায়েরিয়ার প্রকোপের ঘটনা প্রকাশ্যে আসে। ১৭ নম্বর ওয়ার্ডের নাপিত পাড়া এলাকায় দুই জনের মৃত্যু নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। নতুন করে ওই ওয়ার্ডের নাপিত পাড়ার দুজন বকুলতলা লেন, চাষা পাড়া এলাকায় এক জন করে মোট চার জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রায় পঞ্চাশ জন আক্রান্ত হন। তাঁদের মধ্যে বেশির ভাগই বাড়িতে চিকিৎসারত। সেই ইস্যুতে রাজনৈতিকভাবে কর্মসূচি নিল বিজেপি। নিজের মেয়েকে হারিয়ে অসুস্থ পরিবারের সদস্যদের দুদিন ধরে হাসপাতালে দেখভাল করছেন নাপিত পাড়ার বাসিন্দা গৌতম পরামানিক। তাঁর ক্ষোভ, “পুরসভা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেনি। একটি জলের ট্যাঙ্ক পাঠিয়ে দায় সেরেছে। আমাদের নিয়ে বিজেপি, তৃণমূল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। আমরা গরিব মানুষ। আর্থিকভাবে পাশে কেউ দাঁড়ায়নি।”
এদিকে আজ সকালে ২১ নম্বর ওয়ার্ডে পানীয় জল ও পুকুর সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে তাঁরা স্থানীয় পুর প্রধানকে সশরীরে উপস্থিত থাকার আর্জি জানান। তাঁদের অভিযোগ, সব জেনেও কাউন্সিলর রবি শঙ্কর দাস এড়িয়ে যান। খানিকটা গা ঢাকা দেন বলে অভিযোগ। অথচ, ওই সময় তাঁকে পুরুলিয়া পুরসভায় দেখা গিয়েছে। তিনি জানান, “পুকুর সংস্কারের বিষয়ে আগেই পুরপ্রধানকে জানিয়েছি। তাই অবরোধ স্থলে
যায়নি।”