গত দু’বছরে যেভাবে ভয়াবহ কোভিড পরিস্থিতি তৈরি হয়েছিল, তার থেকে ধীরে ধীরে সবেমাত্র স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। মাস্ক পরার মতো কিছু কোভিড বিধি এখনও লাগু থাকলেও, আগের মতো ভয়াবহ পরিস্থিতি সেভাবে দেখা যায়নি গত কয়েক মাসে। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলছেন আরও তিনটি নতুন কোভিড ভ্যারিয়েন্ট থাবা বসানোর অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা গিয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যেই নতুন কোভিড ভ্যারিয়েন্ট এক্সইকে নিয়ে সতর্কবার্তা দিয়ে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, বিশ্বস্বাস্থ্য সংস্থা এই নয়া কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে কোন সতর্কবার্তা দিয়েছে?
বিশ্বস্বাস্থ্য সংস্থা হু নতুন এই করোনা সাব ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, ওমিক্রনের চেয়ে অনেকটাই বেশি সংক্রামকশক্তি রয়েছে এক্স ই-তে। শুধু তাই নয়, যেকোনও করোনা ভ্যারিয়েন্টের থেকেই এক্সইতে রয়েছে অনেক বেশি সংক্রামক ক্ষমতা।
TIGS কী বলছে?
‘টাটা ইনস্টিটিউট ফর জেনেটিক্স অ্যান্ড সোসাইটি’ বলছে, এই নয়া কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে সেভাবে ভয় পাওয়ার কিছু নেই। তারা এই ভ্যারিয়েন্টের বিভিন্ন গতিপ্রকৃতির দিকে নজর রেখে চলেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠান। তারা বলছে, জানুয়ারির মাঝামাঝি এই নয়া ভ্যারিয়েন্ট এসেছে। গোটা বিশ্বে শুধুমাত্র ৬০০ জন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে খবর মিলেছে।
আর কোন কোন মিউট্য়ান্ট পাওয়া গিয়েছে?
শুধুমাত্র এক্স ই নয়, গবেষণায় উঠে এসেছে একাধিক নতুন মিউট্যান্ট। এই নতুন মিউট্যান্টগুলি হল, এক্সডি, এক্স এফ, এক্স ই। এর মধ্যে এক্সই ও এক্সএফ হল ডেল্টা ও ওমিক্রনের সম্মেলন। এরমধ্যে এক্সই হল ওমিক্রনের বিএ ১ , বি এ ২ এর সম্মেলন।
ভারতের কোভিড পরিস্থিতি
ভারতে রবিবার ১,২৬০ জনের কোভিড আক্রান্ত হওয়ার খবর এসেছে গত ২৪ ঘণ্টার নিরিখে। দেশে এই নিয়ে মোট করোনাভাইরাসের সংখ্যা- ৪,৩০,২৭,০৩৫। শেষ ২৪ ঘণ্টায় ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে তারই মাঝে বিএ টু ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট সংক্রমণ চালাতে শুরু করেছে। এদিকে, চিনেও এই কোভিড ভ্যারিয়েন্ট থাবা বসাচ্ছে বলে জানা যাচ্ছে।