কোভিশিল্ড না কোভ্যাক্সিন। কোভিডের বিরুদ্ধে লড়তে কে বেশি শক্তিশালী? প্রতিষেধক নেওয়ার আগে অনেকেই কোন টিকা নেবেন তা নিয়ে চিন্তায় পড়ছেন। প্রশ্নের উত্তর খুঁজতে ১০ জন চিকিৎসক সমীক্ষা চালালেন কলকাতার পিয়ারলেস হাসপাতালে। সেই সমীক্ষা অনুযায়ী কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুই টিকাই কোভিডের বিরুদ্ধে সমান কার্যকর। সমান দক্ষতাতেই লড়তে সক্ষম। টিকা নিয়েও যাঁদের মৃত্যু হয়েছে, সেই পরিসংখ্যানেও পাশাপাশি জায়গা করে নিয়েছে দুই টিকা। যাঁরা সমীক্ষা চালিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের বিশেষজ্ঞ চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক। ‘‘কোন টিকা কোভিডের বিরুদ্ধে বেশি কার্যকর তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। তাই আমরা এই গবেষণা চালাই। এই সমীক্ষায় আমরা দেখেছি, টিকা নিয়েও কোভিডে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালেই মৃত্যু হয়েছে এমন ক্ষেত্রে দুটো টিকার কার্যকারিতায় বিশেষ কোনও পার্থক্য নেয়’’— দাবি শুভ্রজ্যোতির।
এপ্রিল, মে ও জুন মাসে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি ২৯৪ জন রোগীকে নিয়ে সমীক্ষা চালানো হয়। এঁদের মধ্যে ১৫ জন কোভ্যাক্সিন এবং ৭৮ জন কোভিশিল্ড নিয়েও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সাধারণ চোখে কোভিশিল্ড নিয়ে আক্রান্তের সংখ্যা বেশি মনে হলেও শুভ্রজ্যোতি জানান, মনে রাখতে হবে বাংলায় কোভ্যাক্সিনের তুলনায় কোভিশিল্ড বেশি দেওয়া হয়েছে।
সমীক্ষায় অংশগ্রহণকারী ২৯৪ জন রোগীর মধ্যে হাসপাতালেই ৪০ জন অর্থাৎ ১৩.৬ শতাংশের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে প্রতিষেধক নিয়েও মারা গিয়েছেন ১৩ জন। এই ১৩ জনের মধ্যে তিন জন দু’টি এবং ১০ জন একটি টিকা পেয়েছিলেন। দু’টি টিকা পাওয়া তিন জনের মধ্যে দু’জন কোভিশিল্ড এবং এক জন কোভ্যাক্সিন নিয়েছিলেন। এই পুরো পরিসংখ্যানটিই ইউনিভ্যারিয়েট অ্যানালিসিস
এর মাধ্যমে বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মৃত্যুর ক্ষেত্রে টিকার ভূমিকার থেকেও বড় ভূমিকা নিয়েছে কোমর্বিডিটি। মৃতদের মধ্যে চার জন ডায়াবিটিস, তিন জন ক্যানসার এবেং বেশ কয়েক জন উচ্চ রক্তচাপের মতো কোমর্বিডিটিতে আক্রান্ত ছিলেন। তাতেই গবেষকরা মনে করছেন গুরুতর অসুস্থদের ক্ষেত্রে দুই ধরনের টিকার কার্যকারিতায় বিশেষ কোনও ফারাক নেই।
সমীক্ষায় আরও দেখা গিয়েছে দু’টি টিকা নিয়েও ৬.৮ শতাংশ কোভিডে আক্রান্ত হয়েছেন। গবেষকদের মতে কোন ধরনের টিকা নেওয়া হচ্ছে তার থেকেও বেশি টিকা নেওয়ার কত দিন পর কোভিড সংক্রমণ হচ্ছে, চিকিৎসার ক্ষেত্রে তা বেশি জরুরি।