গত কয়েক মাসে টলিউডে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হন পরিচালক রাজ চক্রবর্তীও। এবার করোনার হানা দেবের পরিবারে।
তাঁর বাড়ির এক কর্মচারী করোনা আক্রান্ত বলে জানিয়েছেন অভিনেতা। মঙ্গলবার তিনি জানান, উত্তম নামে তাঁর বাড়ির ওই কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর কোনও উপসর্গ নেই। নিজের বাযিতেই তাঁকে আইসোলেশনে রেখেছেন অভিনেতা।
সেইসঙ্গে তিনি ও তাঁর পরিবারের বাকি সদস্যরাও আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন দেব। তিনি এদিন ট্যুইট করে জানান যে, তিনি নিজে ও তাঁর পরিবারের সদস্যরা প্রত্যেকেই করোনা টেস্ট করিয়েছে। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ চক্রবর্তী। তাঁর স্ত্রী শুভশ্রী গর্ভবতী, তাই স্বাভাবিকভাবেই তাঁদের ঘিরে উদ্বেগ বাড়ে ভক্তদের। যদিও শুভশ্রী ও বাড়ির অন্যান্য সদস্যদের শরীরে ভাইরাস পাওয়া যায়নি।
এছাড়া, প্রায় মাস খানেক ধরে করোনা আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে সহ গোটা মল্লিক পরিবার। তাঁরা আপাতত সুস্থ হয়ে উঠেছেন।
এছাড়া, টলিপাড়ায় সিরিয়ালের শ্যুটিং শুরু হওয়ার পর থেকে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে একাধিক সেটে। কৃষ্ণকলি ধারাবাহিকের দুই অভিনেতা করোন আক্রান্ত। তাই কাজকর্ম স্বাভাবিককরার চেষ্টা চললেও আতঙ্ক বাড়ছেই।
তবে কলকাতায় সুস্থ হয়ে উঠছেন অনেকেই। একদিনে আক্রান্তের থেকে বেশি সুস্থ হয়ে উঠেছেন৷ কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷ সোমবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,কলকাতাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের৷ রবিবার ছিল ৮ জন৷ শনিবার ছিল ১২ জনে৷
তার আগে শুক্রবার যদিও এই সংখ্যাটা পৌঁছে গিয়েছিল ২২ জনে৷ তবে শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১৮৭ জনের৷ পাশাপাশি একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ফের কমেছে৷ গত ২৪ ঘন্টায় ১৯৯ জন কমে মোট সংখ্যাটা ৬ হাজারের নিচে নেমে এল৷ তথ্য অনুযায়ী,৫,৬৯১ জন৷ রবিবার ছিল ৫,৮৯০ জন৷