1/5শেষ ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজারের বেশি আক্রান্ত কোভিডে। প্রশ্ন উঠছে, তাহলে কি আরও এক স্রোতের অশনি সংকেত নিয়ে হাজির হচ্ছে করোনা ভাইরাস? মনে বহু প্রশ্ন রয়েছে অনেকেরই। দেশের বিভিন্ন জায়গায় পুরোদমে চলছে অর্থনৈতিক কর্মকাণ্ড। স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রায। তার মাঝে এই পরিসংখ্যান ঘিরে মুখ খুলেছেন বিশেষজ্ঞরা।
2/5এইমসের প্রধা ডক্টর গুলেরিয়া বলছেন, অনেকেই এই মুহূর্তে বুস্টার ডোজ নিতে চাইছেন না। আর করোনা ছড়িয়ে পড়ার নেপথ্যে এটিও অন্যতম কারণ বলে জানাচ্ছেন তিনি। এছাড়াও বিভিন্ন জায়গায় যেভাব সমস্ত খুলে দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে, তা থেকেও কোভিড ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।
3/5নতুন কোনও ভ্যারিয়েন্ট? প্রশ্ন উঠছে, কোভিডের এই নয়া স্রোতে ফের কোনও ভ্যারিয়েন্টের হানা নিয়ে। যার উত্তরে NTAGI-এর চিকিৎসক এনকে অরোরা বলছেন, ‘আমরা কোনও নতুন ভ্যারিয়েন্ট পাচ্ছি না খুঁজে।’ তিনি বলছেন ভারতে বর্তমানে বিএ ফোর ও বিএ ফাইভ রয়েছে। তারসঙ্গে বিএ টু রয়েছে। তবে তা ছড়িয়ে পড়ছে গতিতে।
4/5চিকিৎক গুলেরিয়া বলছেন, দেশে কোভিডের আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও সেভাব মৃতের সংখ্যা বা হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্তরা অল্পভাব আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।
5/5দেশে এই মুহূর্তে কোভিডের কেসের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে, কেরল, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, তামিলনাড়ুতে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৩২৯ জন। যা ফেব্রুয়ারি ২৮ তারিখের পর ফের একবার দৈনিক আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি।