করোনার কারণে কী কী ক্ষতি হয়েছে, তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। কিন্তু এটুকু বোঝা গিয়েছে, এই জীবাণু পাকাপাকিভাবে শরীরের নানা ক্ষতি করছে। সেই ক্ষতিগুলি কী কী হতে পারে, তা আরও কিছু দিন গেলে বোঝা যাবে।
হালে যেমন জানা গেল করোনার কারণে পুরুষের যৌনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সংক্রমণের সঙ্গে সঙ্গে টের পাওয়া না গেলেও, বেশ কয়েক মাস পরেই তা টের পাওয়া সম্ভব। ট্রেন্ডিং স্টোরিজ
সম্প্রতি University of Hong Kong-এর কয়েক জন গবেষক ওমিক্রন এবং ওমিক্রন BA.2-সহ করোনার অন্য রূপগুলি পুরুষের শরীরে কেমন প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা করেছেন। দেখা গিয়েছে, এই জীবাণুটি অণ্ডকোষের উপর নানা ধরনের প্রভাব ফেলতে পারে। তার মধ্যে প্রথমেই রয়েছে শুক্রাণু উৎপাদনের পরিমাণ হ্রাস পাওয়া এবং মৃত শুক্রাণু উৎপাদন।
গবেষণায় দেখা গিয়েছেন, অণ্ডকোষের ভিতর প্রদাহ হচ্ছে, রক্তক্ষরণও হচ্ছে কারও কারও ক্ষেত্রে। আর তার ফলে কারও কারও কমে যাচ্ছে যৌন সম্পর্কের প্রতি আগ্রহ, কারও সেটি না হলেও যৌনসম্পর্কের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাছাড়া সার্বিকভাবে পুরুষের সন্তান উৎপাদনের ক্ষমতাও কমেছে এই সংক্রমণের কারণে।
কতটা ভয়ের এটি?
এই বিষয়ে এখনও বিশেষ আভাস দিতে পারেননি বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, কোভিডের কারণে এই সমস্যাটি হয়, তা প্রমাণিত। কিন্তু শরীরে তার প্রভাব কেমন মাত্রায় পড়বে এবং চার চেয়েও বড় কথা, কত দিন সেই প্রভাব থাকবে, তা এখনও নিশ্চিত করে বোঝা যাচ্ছে না। আগামী দিনে তা পরিষ্কার হবে। তবে বিষয়টি নিয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা