1/5দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮৮%-এরও বেশির টিকার দুটি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে। COVID-19 টিকাকরণ নিয়ে এমনই আপডেট দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য।
2/5এ বিষয়ে টুইট করেছেন মনসুখ মান্ডব্য। ভারতবাসীদের শুভেচ্ছা জানান তিনি।
3/5কেন্দ্রীয় সরকার ১৬ জানুয়ারি, ২০২১ থেকে দেশব্যাপী COVID টিকাদান কর্মসূচী শুরু করেছিল।
4/5স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ১৯৩.১৩ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪.৩৯ লক্ষ ব্যক্তি টিকা নিয়েছেন।
5/5শুক্রবার দেশে ৪,৪৭,৬৩৭ টি করোনা টেস্ট করা হয়েছে।