1/5বুস্টার শট হিসাবে BCG ভ্যাকসিন কার্যকর? এই প্রস্তাবই পর্যালোচনা করছে জাতীয় কোভিড টাস্কফোর্স। কোভ্যাক্সিনের সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসাবে এর কার্যকারিতা যাচাই করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
2/5নিয়ন্ত্রিত ট্রায়াল চালানোর মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হবেন বিশেষজ্ঞরা।
3/5ZyCইতিমধ্যেই একটি বৈঠকে ট্রায়ালটি নিয়ে আলোচনা হয়েছে।
4/5বিসিজি ভ্যাকসিন মূলত যক্ষ্মা থেকে সুরক্ষা প্রদান করে। গত ৫০ বছর ধরে কেন্দ্রের জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসাবে নবজাতকদের দেওয়া হচ্ছে।
5/5ডোজটি মাইকোব্যাকটেরিয়াম বোভিসের একটি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন স্ট্রেন, যা মাইকোব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন যক্ষ্মা এবং কুষ্ঠরোগ থেকে রক্ষা করে জন্য। ভ্যাকসিনটি হেটেরোলগাস, বা একাধিক প্যাথোজেনের সংক্রমণ থেকে রক্ষা করতেও সক্ষম।