করোনাভাইরাসের টিকা নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। মঙ্গলবার দিল্লির হার্ট ও ফুসফুসের ইনস্টিটিউটে করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেই টিকা নিয়েছেন তাঁর স্ত্রীও। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নিয়েছেন হর্ষ বর্ধন। কোভ্যাক্সিনের ডোজ নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “কোভাক্সিন সঞ্জীবনীর মতো কাজ করবে।” হর্ষ বর্ধনের কথায়, “আমরা কোভ্যাক্সিনের ডোজ নিয়েছি। এই ভ্যাকসিন সঞ্জীবনীর মতো কাজ করবে। আমরা ২৫০ টাকা প্রদান করেছি, যাঁদের সামর্থ্য রয়েছে তাঁদের অর্থ প্রদান করা উচিত।”
কোউইন অ্যাপ ক্রাশ করে যাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, “ত্রুটি সত্ত্বেও, সোমবার রাতের মধ্যেই প্রায় ৩৪ লক্ষ রেজিস্ট্রেশন রয়েছে কোউইন অ্যাপে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৫ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছেন।” হর্ষ বর্ধন আরও জানিয়েছেন, “৯৭ শতাংশের বেশি সুস্থতা ভারতে, সমগ্র বিশ্বের মধ্যে ভারতেই সুস্থতা বেশি, মৃত্যুর সংখ্যা ১.৪২ শতাংশ, যা অনেক কম।”
2021-03-02