Covaxin Phase 3 Trial: করোনা প্রতিরোধে ৭৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, তৃতীয় দফার ট্রায়ালের তথ্যে দাবি ভারত বায়োটেকের

সংস্থার দাবি, গুরুতর উপসর্গযুক্ত করোনা সংক্রমণের ক্ষেত্রে এই ভ্যাকসিন ৯৩.৪ শতাংশ কার্যকরী। সামান্য ও গুরুতর সংক্রমণের ক্ষেত্রে ৭৮ শতাংশ কার্যকরী বলে দেখা গিয়েছে।

নয়াদিল্লি: করোনা প্রতিরোধে প্রায় ৭৮ শতাংশ সক্ষম ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য উল্লেখ করে এই দাবি করল টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। রিপোর্টে বলা হয়েছে, স্বেচ্ছাসেবকের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতার মান ৭৭.৮ শতাংশ। রিপোর্টে ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কাজ করে কোভ্যাক্সিন।

সংস্থার দাবি, গুরুতর উপসর্গযুক্ত করোনা সংক্রমণের ক্ষেত্রে এই ভ্যাকসিন ৯৩.৪ শতাংশ কার্যকরী। সামান্য ও গুরুতর সংক্রমণের ক্ষেত্রে ৭৮ শতাংশ কার্যকরী বলে দেখা গিয়েছে। উপসর্গহীন সংক্রমণের ক্ষেত্রে তা ৬৩ শতাংশ কার্যকরী। কোম্পানি তাদের ফলাফলে জানিয়েছে, ট্রায়ালে ১৮ থেকে ৯৮ বছরের ২৫,৮০০ স্বেচ্ছাসেবককে সামিল করা হয়েছিল। দেশের ২৫ টি জায়গায় পরীক্ষা চালানো হয়েছিল। ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের টিকার দুটি ডোজ প্রদানের পর তাঁদের স্বাস্থ্যের ওপর প্রায় দুই সপ্তাহ নজর রাখা হয়েছিল।

উল্লেখ্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বর্তমানে দেশে যে ভ্যাকসিনগুলির অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলির মধ্যে অন্যতম দেশে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। কিছু দিন আগেই ভারত বায়োটে তাদের ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের তথ্য ডিসিজিআই-কে দিয়েছে। এর আগে ডিসিজিআই কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালের তথ্যের ভিত্তিতে গত জানুয়ারিতে এই টিকার আপৎকালীন ব্যবহারের অনুমতি দিয়েছিল।
উল্লেখ্য, দেশে এখনও পর্যন্ত ৩৪ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনা টিকার ৩৪ কোটি ৭৬ হাজার ২৩২ ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ২৭ কোটি ৯৪ লক্ষ ৫৪ হাজার ০৯১ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ৬ কোটি ৬ লক্ষ ২২ হাজার ১৪১ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ৮,৯২,৪৬,৯৩৪ জন প্রথম ও ১,৬৮,৫৫,৬৭৬ জনকে দুটি ডোজই দেওয়া হয়েছে। ৬০ বছরের বেশি বয়সীদের ৬,৮৩,৫৫,৮৮৭ জন প্রথম ও ২,৪৬,৭০,৫৭৬ জনকে দুটি ডোজই দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.