স্বাস্থ্য ভবনেই করোনার থাবা। এবার স্বাস্থ্য ভবনের পাঁচজন কর্মী আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। সূত্রের খবর, করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অধিকারী। সঙ্গে একজন আধিকারিক এবং তিনজন কর্মী। এর আগে স্বাস্থ্য ভবনের দুই কর্মীর শরীরেও মারণ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু বড়সড় থাবা এই প্রথম। কীভাবে এই করোনা ভাইরাসের সংক্রমণ ফের স্বাস্থ্য ভবন দেখা গেল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কারণ গোটা রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমনের যাবতীয় হিসাব নিকাশের কাজকর্ম হচ্ছে স্বাস্থ্য ভবনে। আর সেই স্বাস্থ্য ভবন এই যদি করো না ভাইরাসের সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাহলে মার খাবে যাবতীয় কাজকর্ম। সেই কারণেই সাবধানে পা ফেলতে স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তারা।
করোনা ভাইরাসের সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা রাজ্য প্রশাসনকে চিন্তায় ফেলেছে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর (Health Department) যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত অবস্থায় মারা গিয়েছেন ২২ জন। এখনও পর্যন্ত এই সংখ্যাটা সর্বাধিক। আর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২,৯৮৭। এই মুহূর্তে নোভেল করোনা ভাইরাস সক্রিয় রয়েছে ৬৯৭৩ জনের শরীরে। মৃত্যু হয়েছে মোট ৭৭৯ জনের। পরিসংখ্যান হাতে পাওয়ার পর এই তৎপরতা বেড়েছে নবান্নে।